জাতীয়বাংলাদেশলিড নিউজ

উদ্ভাবনী উদ্যোগের মাধ্যমে সেবা পৌঁছে দিন

এবিএনএ : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম বলেছেন, স্থানীয় সরকারই পারে মানুষকে ঐক্যবদ্ধ করতে। স্থানীয় সরকার শক্তিশালী করার অর্থ হলো জনসাধারণের দোরগোড়ায় সেবা পৌঁছে দেয়া। সেবাপ্রার্থীরা যাতে কাঙ্ক্ষিত সেবা সহজে পেতে পারেন সে ব্যবস্থা নিতে হবে।

রোববার রাজধানীর কাকরাইলে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের মিলনায়তনে জেলা পরিষদের চেয়ারম্যানদের সঙ্গে (৬১ জেলা, ৩ পার্বত্য জেলা ব্যতীত) মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। স্থানীয় সরকার বিভাগের সচিব হেলালুদ্দীন আহমদের সভাপতিত্বে মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ ছাড়াও মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সভায় জেলা পরিষদের চেয়ারম্যানবৃন্দ তাদের পদমর্যাদা পুননির্ধারণসহ বিভিন্ন দাবি তুলে ধরেন। মন্ত্রী তাদের বক্তব্য শোনেন এবং আশ্বস্ত করে বলেন, যৌক্তিক দাবিগুলো ধীরে ধীরে পূরণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button