ঘরে বসেই দেখুন রাজ-বুবলীর আলোচিত সিনেমা ‘দেয়ালের দেশ’
ওটিটিতে মুক্তি পাচ্ছে ‘দেয়ালের দেশ’; রহস্যময় প্রেমের গল্প এবার পৌঁছাবে ঘরে ঘরে


এবিএনএ: গত বছরের অন্যতম ব্যতিক্রমধর্মী সিনেমা ‘দেয়ালের দেশ’ এবার ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে। শবনম বুবলী ও শরিফুল রাজ অভিনীত এই ছবিটি এবার ঘরে বসেই উপভোগ করতে পারবেন দর্শকরা। ১৬ জুলাই রাত ১২টা ১ মিনিট থেকে চরকি প্ল্যাটফর্মে দেখা যাবে সিনেমাটি।
‘দেয়ালের দেশ’ পরিচালনা করেছেন মিশুক মনি। রোমান্স ও মিস্ট্রি ঘরানার এই সিনেমায় এক অনন্য প্রেমের গল্প তুলে ধরা হয়েছে, যার শুরু একেবারে অপ্রত্যাশিতভাবে—হাসপাতালের মর্গ থেকে। সিনেমায় নহর চরিত্রে অভিনয় করেছেন বুবলী এবং বৈশাখ চরিত্রে রয়েছেন শরিফুল রাজ।
চরিত্রগুলোর মাধ্যমে এক গভীর, মানসিক এবং রহস্যময় প্রেমের জাল বুনেছেন নির্মাতা। এছাড়াও সিনেমাটিতে অভিনয় করেছেন শাহাদাত হোসেন, জিনাত সানু স্বাগতা, আজিজুল হাকিম, সাবেরী আলম, শমপ্তি মাশুক, এ কে আজাদ সেতু ও দীপক সুমন।
চরকি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে, দীর্ঘ প্রতীক্ষার পর এবার দর্শকরা ঘরে বসেই সিনেমাটি দেখতে পারবেন। এই উপলক্ষে নির্মাতা মিশুক মনি বলেন, “চরকির দর্শকদের সঙ্গে ‘দেয়ালের দেশ’-এর দর্শকপ্রবণতার অনেক মিল রয়েছে। অনেকেই সিনেমাটি ওটিটিতে দেখতে চেয়েছেন। একটু দেরিতে হলেও সেটা সম্ভব হচ্ছে, এবং এতে আমি খুবই আনন্দিত।”
২০২৪ সালের রোজার ঈদে প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়া সিনেমাটি তৎকালীন সময়ে দর্শক ও সমালোচকদের কাছে সমানভাবে প্রশংসিত হয়েছিল। এর গল্প, অভিনয়, সাউন্ড ডিজাইন এবং সংগীত সবই আলোচনায় আসে।
সংবাদ সম্মেলনে বুবলী বলেন, “‘দেয়ালের দেশ’-এর গল্প পড়ে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এটি এমন একটি কাজ, যা আমার অভিনয়জীবনের অন্যতম মাইলফলক হয়ে থাকবে।”
উল্লেখ্য, ২০২১ সালে সরকারি অনুদানপ্রাপ্ত এ সিনেমার গল্প, চিত্রনাট্য ও সংলাপ রচনা করেছেন নির্মাতা মিশুক মনি নিজেই।