রামপুরার গ্রিডে ত্রুটি: রাজধানীর একাধিক এলাকায় হঠাৎ বিদ্যুৎ বিপর্যয়
সাবস্টেশনে বৈদ্যুতিক সমস্যায় রামপুরা, বনানী, হাতিরঝিলসহ অনেক এলাকা অন্ধকারে; জরুরি ভিত্তিতে মেরামতের কাজ চলছে


এবিএনএ: রাজধানীর বিভিন্ন এলাকায় শনিবার রাত ১০টার পর হঠাৎ করেই বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে। জানা গেছে, রামপুরায় অবস্থিত পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)-এর একটি সাবস্টেশনে বৈদ্যুতিক গোলযোগের কারণে এই বিপর্যয় ঘটে।
এই ঘটনার ফলে রাজধানীর হাতিরঝিল, রামপুরা, বনানী, গুলশান, মগবাজার ও ফার্মগেট এলাকার বাসিন্দারা হঠাৎ করে অন্ধকারে পড়ে যান।
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) মুখপাত্র শামীম হাসান জানান, ত্রুটির উৎস খুঁজে বের করে দ্রুত বিদ্যুৎ সরবরাহ সচল করতে পিজিসিবির কারিগরি দল কাজ করছে।
তিনি আরও জানান, মূলত ডিপিডিসির নিয়ন্ত্রণাধীন এলাকায় এই ত্রুটির প্রভাব বেশি পড়েছে, তবে ডেসকোর আওতায় থাকা অঞ্চলে পরিস্থিতি প্রায় স্বাভাবিক রয়েছে।
জরুরি ভিত্তিতে কাজ শুরু করেছে পিজিসিবির প্রকৌশলীরা। যদি দ্রুত মেরামত সম্ভব না হয়, তাহলে বিকল্প বাইপাস লাইন ব্যবহার করে বিদ্যুৎ সরবরাহ চালুর ব্যবস্থা রাখা হয়েছে।
তিনি বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ৩০ মিনিট থেকে ১ ঘণ্টার মতো সময় লাগতে পারে।” রাজধানীর এই আকস্মিক বিদ্যুৎ বিভ্রাটে জনদুর্ভোগ বেড়েছে, বিশেষ করে শনিবার রাতে গরমে চরম ভোগান্তিতে পড়েন বাসিন্দারা।
বিদ্যুৎ বিভাগ জানিয়েছে, সাময়িক এই ত্রুটির পূর্ণ সমাধান নিশ্চিত না হওয়া পর্যন্ত জনগণকে ধৈর্য ধরার আহ্বান জানানো হয়েছে।