বাংলাদেশরাজনীতিলিড নিউজ

‘পুনর্বাসন ছাড়া বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না’

এবিএনএ : কাড়াইল বস্তিবাসীর উদ্দেশ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত মেয়র প্রার্থী তাবিথ আউয়াল বলেছেন, পুনর্বাসন ছাড়া বস্তিবাসীকে উচ্ছেদ করা হবে না। তিনি বলেন, গুলশান-বনানীতে সবচেয়ে ধনিরা বসবাস করে, তারপাশে কাড়াইল বস্তিতে সবচেয়ে হতদরিদ্ররা বসবাস। ধনি-দরিদ্রের এমন বৈষম্য থাকতে পারে না। তাই তাদের জন্য আগে দীর্ঘ মেয়াদী পুনর্বাসন ব্যবস্থা করতে হবে।

আজ সকাল পৌনে ১১টায় রাজধানীর কাড়াইল বস্তি মোশাররফ বাজার গেট থেকে ১৭তম দিনের গণসংযোগের আগে সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এ সব কথা বলেন। ভোটারদের উদ্দেশ্যে তাবিথ আউয়াল বলেন, সময় এসেছে রুখে দাঁড়ানোর। অনেক ভয়ভীতি আসবে। ভয়কে জয় করে ঐক্যবদ্ধ হয়ে ব্যালটের মাধ্যমে জবাব দেবেন। নিজেদের উন্নয়নে ১লা ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেবেন। তিনি বলেন, দুর্নীতি-দুঃশাসনের জবাব ব্যালটের মাধ্যমে দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button