খেলাধুলা
পাকিস্তান বোর্ডকে কারণ দর্শানোর নোটিশ দেবে বিসিবি


এবিএনএ : সফর বাতিল করায় পাকিস্তান ক্রিকেট বোর্ড-পিসিবিকে কারণ দর্শানোর নোটিশ পাঠাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবি।
শুক্রবার বিকালে নিজ বাসভবনে একথা জানান বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। পাপন জানান, সফর বাতিলের বিষয়টি পাকিস্তান ক্রিকেট বোর্ড এখনও আনুষ্ঠানিকভাবে জানায়নি। আনুষ্ঠানিকভাবে জানানোর পরই ব্যবস্থা নেয়া হবে।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতে শ্রীলংকায় এক অনানুষ্ঠানিক বৈঠক শেষে পিসিবি প্রধান শাহরিয়ার খান পাকিস্তান ক্রিকেট দলের বাংলাদেশ সফরে আসার বিষয়টি নিশ্চিত করেছিলেন।
আসন্ন এ সিরিজকে সামনে রেখে ভেন্যু ও সফরসূচি প্রস্তুতির পরিকল্পনাও নেয়া হচ্ছিল। ঠিক এমন সময় দুবাইয়ে আইসিসির সভা শেষে বাংলাদেশে না আসার ঘোষণা দেয় পিসিবি।