দুদকের নতুন সচিব হিসেবে দায়িত্ব নিলেন মোহাম্মদ খালেদ রহীম
জনপ্রশাসনের অতিরিক্ত সচিব থেকে পদোন্নতি পেয়ে দুর্নীতি দমন কমিশনের নতুন সচিব নিযুক্ত হলেন খালেদ রহীম


এবিএনএ: দুর্নীতি দমন কমিশনে (দুদক) নতুন সচিব হিসেবে মোহাম্মদ খালেদ রহীম দায়িত্ব গ্রহণ করছেন। তিনি এর আগে মন্ত্রিপরিষদ বিভাগে অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।
দুদকের বর্তমান সচিব খোরশেদা ইয়াসমিন সম্প্রতি অবসরোত্তর ছুটিতে যাওয়ায় শূন্য পদে খালেদ রহীমকে নিয়োগ দেওয়া হয়েছে।
বুধবার (১৬ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপনে এ নিয়োগের ঘোষণা আসে। প্রজ্ঞাপনে বলা হয়, অতিরিক্ত সচিব মোহাম্মদ খালেদ রহীমকে সচিব পদে পদোন্নতি দিয়ে দুর্নীতি দমন কমিশনের সচিব পদে পদায়ন করা হয়েছে।
দুদকে নতুন সচিবের দায়িত্ব পেয়ে মোহাম্মদ খালেদ রহীম এখন দুর্নীতি প্রতিরোধ, তদন্ত এবং বিচারিক কার্যক্রমে প্রশাসনিক নেতৃত্ব দেবেন।
সরকারি সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে প্রশাসনের বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। দুর্নীতি দমন কমিশনে তার অভিজ্ঞতা কাজের গতিশীলতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্টরা।
👉 এই পদে নতুন নেতৃত্বের আগমনে দুদকের কার্যক্রমে নতুন গতি আসবে বলে প্রত্যাশা করছে সরকারি মহল।