আমেরিকা

ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের কেক নকল?

এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিষেকের কেকটিকে কেন্দ্র করে শুরু হয়েছে আরেকটি বিতর্ক।
অভিযোগ উঠেছে, অভিষেক অনুষ্ঠানের কেকটি ২০১৩ সালে বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের কেকটির মতো দেখতে; অর্থাৎ সেটি নকল। ২০১৩ সালে বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের কেকটি বানিয়েছিলেন ডাফ গোল্ডম্যান। সম্প্রতি তিনি টুইটারে দুটি কেকের ছবি পাশাপাশি রেখে চিন্তিত ইমোজি ব্যবহার করে লিখেছেন, ‘বামপাশের কেকটি বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের, চারবছর আগে আমি বানিয়েছিলাম। আর ডানপাশের কেকটি ট্রাম্পের, এটি আমি বানাইনি।’
ট্রাম্পের অভিষেক অনুষ্ঠানের কেক নকল?

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে নিজের অভিষেক অনুষ্ঠানে বাঁয়ের কেকটি কাটেন ট্রাম্প। ডানের কেকটি চার বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামার অভিষেক অনুষ্ঠানের- নিউইয়র্ক ডেইলি নিউজ

ওবামা ও ট্রাম্প উভয়ের অভিষেক অনুষ্ঠানের কেকে ছিল নয়টি স্তর। ওইসব স্তরসহ বিভিন্ন দিক থেকে কেক দুটির মধ্যে অনেক মিল পাওয়া গেছে। তবে এ বিষয়ে ডাফ গোল্ডম্যান কিংবা ট্রাম্পের অভিষেক অনুষ্টানের কেক প্রস্তুকারী কেউই সরাসরি মন্তব্য করেননি।

ট্রাম্পের কেকটির প্রস্ততকারক ওয়াশিংটনের একটি বেকারি। ওই বেকারির মালিক টিফানি ম্যাকআইজ্যাক শুধু বলেছেন, ‘অর্ডার নেওয়ার সময় দোকানে ছিলাম না। এক ব্যক্তি এসে ছবি দেখিয়ে একই ধরনের ওই কেকটি বানানোর অর্ডার দিয়েছিলেন।’ সূত্র: ওয়াশিংটন পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button