আন্তর্জাতিকলিড নিউজ

জেরুজালেমের দাবানল নিয়ন্ত্রণে, তদন্ত শুরু

এবিএনএ:  ইসরায়েলের দখলকৃত জেরুজালেমে টানা দুইদিন ধরে চলা ভয়াবহ দাবানল অবশেষে নিয়ন্ত্রণে এসেছে। পশ্চিম জেরুজালেমের বিস্তীর্ণ বনাঞ্চলে আগুন ছড়িয়ে পড়ার পর ইসরায়েল জরুরি অবস্থা ঘোষণা করে এবং আন্তর্জাতিক সহায়তা চায়।

ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস বৃহস্পতিবার (১ মে) জানায়, ২৪ ঘণ্টার বেশি সময় ধরে অভিযানের পর ফায়ার ফাইটাররা জেরুজালেমের পাহাড়ি এলাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছেন। তবে পুনরায় আগুন ছড়িয়ে পড়ার ঝুঁকি এড়াতে তারা আরও কয়েক ঘণ্টা কাজ চালিয়ে যাবেন।

আগুন নিয়ন্ত্রণে আসার পর এখন এর উৎস ও কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করা হয়েছে।

এর আগে ইহুদি জাতীয় তহবিল (Jewish National Fund) জানায়, দাবানলে প্রায় পাঁচ হাজার একর জমি পুড়ে গেছে, যার মধ্যে তিন হাজার একরই বনাঞ্চল।

সূত্র: টাইমস অব ইসরায়েল

Back to top button