
এবিএনএ : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনকে বর্তমান সরকারের অধীনে বিএনপি সর্বশেষ টেস্ট নির্বাচন হিসেবে নিয়েছে বলে জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে ‘রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ-চ্যালেঞ্জের মুখে সুন্দরবন’ শীর্ষক এক আলোচনা সভায় বিএনপির সিনিয়র এই নেতা আরও বলেন, এর আগের প্রতিটি নির্বাচনে সরকার এবং তার গঠিত রকিব মার্কা নির্বাচন আমরা দেখেছি। বিএনপি গণতন্ত্রকে বিশ্বাস করে। তাই আবারও নির্বাচনে অংশ নেবে। কিন্তু এটাই শেষ টেস্ট। এই নির্বাচনও যদি আগের মতো হয়, তবে বিএনপি কঠিন সিদ্ধান্ত নিতে বাধ্য হবে। নির্বাচন কমিশন গঠন নিয়ে খালেদার প্রস্তাব প্রত্যাখ্যান প্রসঙ্গে খন্দকার মোশাররফ বলেন, এই প্রস্তাবনা প্রত্যাখ্যান করে তারা বলে দিতে চেয়েছে, আওয়ামী লীগ নিরপেক্ষ নির্বাচন চায় না, ভোট চায় না, গণতন্ত্র চায় না, জোর করেই ক্ষমতায় থাকতে চায়। আবারও বাকশাল কায়েম করতে চায়। রামপাল বিদ্যুৎকেন্দ্রে বাংলাদেশ নয়, ভারতের স্বার্থ রয়েছে মন্তব্য করে বিএনপির এই নেতা বলেন, দেশের সুশীল সমাজ, বুদ্ধিজীবী এমনকি বেগম খালেদা জিয়াও এর বিরোধিতা করেছেন। কিন্তু শেখ হাসিনার এক গুয়েমির কারণে এটা করা হচ্ছে। এতে দেশের কোনও স্বার্থ নেই। ভারতের স্বার্থেই রামপাল করা হচ্ছে। আয়োজক সংগঠনের সভাপতি মো. আশরাফ উদ্দিন বকুলের সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন, বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামন দুদু, বিএনপির নির্বাহী কমিটির সদস্য নিপুণ রায় চৌধুরী প্রমুখ।
Share this content: