আমেরিকালিড নিউজ

উত্তর কোরিয়ার বিরুদ্ধে বাইডেনের প্রথম নিষেধাজ্ঞা

এবিএনএ : উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রথমবারের মতো নিষেধাজ্ঞা আরোপ করলো যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন। এক মাসের মধ্যে কয়েকটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানোর পর দেশটির বিরুদ্ধে এ নিষেধাজ্ঞা আরোপ করা হলো বলে বৃহস্পতিবার জানিয়েছে রয়টার্স। এই নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন, উত্তর কোরিয়ার ছয় নাগরিক, রাশিয়ার এক নাগরিক এবং রাশিয়ার একটি প্রতিষ্ঠান। এই রুশ প্রতিষ্ঠানটি পিয়ংইয়ংয়ের অস্ত্র কর্মসূচির জন্য চীন ও রাশিয়া থেকে প্রয়োজনীয় রসদ সংগ্রহ করে।

২০২১ সালের জানুয়ারিতে দায়িত্ব গ্রহণের পর বাইডেন প্রশাসন উত্তর কোরিয়াকে পারমাণবিক বোমা ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে সংলাপে বসাতে চাইলেও সফল হয়নি। তবে এরপরও মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র নেড প্রাইস জানিয়েছেন, উত্তর কোরিয়াকে রাজী করাতে যুক্তরাষ্ট্র কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাবে। নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেছেন, ‘আমরা সাম্প্রতিক দিনগুলিতে যা দেখেছি …আমরা যদি অগ্রগতি চাই তবে আমাদের সেই সংলাপে সম্পৃক্ত থাকতে হবে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button