

এবিএনএ : সরকারি চাকরির কোটাব্যবস্থা পর্যালোচনার জন্য গঠিত সচিব কমিটির প্রথম বৈঠক শুরু হয়েছে। আজ রবিবার বেলা ১১টার পর মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়েছে। মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. মমিনুল হক সাংবাদিকদের এ বিষয়টি নিশ্চিত করেছেন। কমিটিতে সদস্য হিসেবে রয়েছেন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব, অর্থ বিভাগের সচিব, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব, সরকারি কর্ম কমিশনের সচিব এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব। গত ২ জুলাই রাতে কোটা সংস্কারের জন্য মন্ত্রিপরিষদসচিবকে আহ্বায়ক করে সাত সদস্যের সচিব কমিটি গঠনের প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রথম বৈঠকে কোটা কিভাবে এলো তা তুলে ধরা হবে। ২০১০ সালে মুক্তিযোদ্ধা কোটা সংরক্ষণের পর যেসব সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা ব্যাখ্যা করা হবে। একই সঙ্গে কমিটি কী করতে চায় তার একটি কর্মপরিকল্পনা এবং তা বাস্তবায়নের কৌশল নির্ধারণ করা হবে।