বিনোদনলিড নিউজ

যেভাবে বিলিওনিয়ার তালিকায় নাম লেখালেন কিম কার্দেশিয়ান

এবিএনএ : কিপিং আপ উইথ কার্দেশিয়ান টিভি রিয়েলিটি শো দিয়ে ২০০৭ সালে আলোচনায় উঠে আসেন কিম কার্দেশিয়ান। এবার তিনিই নাম লিখিয়েছেন বিলিওনিয়ার তালিকায়।

নিজের প্রসাধনী পণ্য ও পোশাক ব্রান্ড থেকে অর্জিত আয় তাকে এ তালিকায় নাম লেখানোর পেছনে বেশি সহযোগিতা করেছে। এছাড়াও টেলিভিশন, বিভিন্ন পণ্যের প্রচারণা, বিনিয়োগ থেকেও আয় করেছেন কিম। বিশ্বের বিলিওনিয়ার তালিকায় কিম এখন ২ হাজার ৭৫৫ জনের একজন। তালিকার শীর্ষে আছেন ১৭৭ বিলিয়ন ডলার সম্পদের মালিক আমাজন প্রতিষ্ঠাতা জেফ বেজোস রয়েছেন তালিকার শীর্ষে।

গত বছর ২০০ মিলিয়ন ডলারে নিজের প্রসাধনী পণ্য কেকেডব্লিউর ২০ শতাংশ বিক্রি করেন কিম। করোনাকালেও ব্যবসায়ে সফলতা পেয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতে কিমের লাখ লাখ অনুসারী। করোনার লকডাউনের মধ্যে সেখানেই পণ্যের প্রচারণা চালিয়েছেন তিনি। ফেব্রুয়ারিতে স্বামী কেনে ওয়েস্টের ছাড়াছাড়ি হয় কিমের। বিলিওনিয়ার তালিকায় আছেন কিমের সদ্য সাবেক স্বামীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button