জাতীয়বাংলাদেশলিড নিউজ

কর্মকর্তারা কালভার্ট-স্কুলের নথি দেরিতে আনেন : পরিকল্পনামন্ত্রী

এবিএনএ : পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান জানিয়েছেন, কিছু নথিপত্র খুব দ্রুত পান। বিমানবন্দর কিংবা স্টেশনে থাকলেও পান। তবে তাতে তিনি কিছু মনে করেন না, সই করেন। কিন্তু গ্রামের রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ, স্কুল, কলেজ ও মাদরাসা নির্মাণের মতো নথিগুলো তার কাছে অনেক ঘুরে দেরিতে পৌঁছায়। শনিবার (২৯ জুন) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে পরিকল্পনা মন্ত্রণালয়ের ‘কার্যক্রম বিভাগে একটি নতুন ডিজিটাল ডাটাবেজ সিস্টেম স্থাপনের মাধ্যমে উন্নয়ন বাজেট ব্যবস্থাপনা পদ্ধতি শক্তিশালীকরণ’ প্রকল্পের ওপর আয়োজিত এক কর্মশালায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

এ সময় প্রকল্প পরিচালক মো. ছায়েদুজ্জামান, পরিকল্পনা বিভাগের সচিব মো. নূরুল আমিন, কার্যক্রম বিভাগের প্রধান মো. খলিলুর রহমান খানসহ অনেকে উপস্থিত ছিলেন। সরকারের বিনিয়োগ (উন্নয়ন বাজেট) ব্যবস্থাপনার দক্ষতা বৃদ্ধি করার লক্ষ্যে কার্যক্রম বিভাগে নতুন ডাটাবেইজ ও রিপোর্টিং সিস্টেম স্থাপন করা এ প্রকল্পের উদ্দেশ্য। এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী বলেন, ‘দিন দিন একটা সম্পূর্ণ নতুন জগৎ আসছে। এটা বাংলাদেশে পরে আসবে। কারণ, আমরা বিজ্ঞানমনস্ক জাতি নই। অভিজ্ঞও নই। উই আর নট এ সাইন্টিফিক্যালি ওরিয়েন্টেড পিপল। আমরা বিজ্ঞানকে সমীহ করি, কিন্তু বন্ধু ভাবি না। এটা আমাদের চরিত্রের মধ্যে বৈপরীত্য।’

তিনি আরও বলেন, ‘আমরা সর্বাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করতে আগ্রহী হলেও সেগুলো কীভাবে তৈরি হয়, সেটা সম্পর্কে আগ্রহী নই। আমরা টাকা দেব, আনব। ওইসব যন্ত্রের ব্যাপারে নিজেরা খোলসা করছি না। ভালোবাসাও নেই। কিন্তু ব্যবহার করি। অথচ প্রযুক্তি খাতে কোটি কোটি টাকা খরচ করছে সরকার, কিন্তু ছুঁই ছুঁই করে ধরছি না।’ এসব কারণে সারাবিশ্ব থেকে বাংলাদেশ পিছিয়ে থাকবে বলেও মনে করেন পরিকল্পনামন্ত্রী। তবে নতুনরা এই খোলস থেকে বেরিয়ে আসবে বলে আশা প্রকাশ করেন তিনি।

Share this content:

Back to top button