জাতীয়লিড নিউজ

ভুয়া তথ্য ছড়াচ্ছে অপশক্তি: গুজবে কান না দেওয়ার আহ্বান সেনাবাহিনীর

সেনাবাহিনীর লোগো ব্যবহার করে ভুয়া প্রেস বিজ্ঞপ্তি প্রকাশ, জনসচেতনতায় সোশ্যাল মিডিয়ায় সতর্কবার্তা

এবিএনএ: 

গুজবের জালে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সেনাবাহিনীর নাম ও লোগো ব্যবহার করে একটি ভুয়া প্রেস বিজ্ঞপ্তি ছড়ানো হয়, যা জনমনে বিভ্রান্তি সৃষ্টি করেছে। বিষয়টি নিয়ে সেনাবাহিনী তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি সচেতনতামূলক পোস্ট দিয়ে বিষয়টি পরিষ্কার করেছে।

পোস্টে বলা হয়, একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর পরিচয় ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে, যার লক্ষ্য হলো সেনাবাহিনী ও সাধারণ মানুষের মধ্যে ভুল বোঝাবুঝি তৈরি করা। এমন গুজব থেকে সাবধান থাকার জন্য সেনাবাহিনী সকল নাগরিককে অনুরোধ জানিয়েছে।

সেনাবাহিনী স্পষ্ট করে জানায়, “গুজবে কান দেবেন না, বিভ্রান্ত হবেন না। তথ্য যাচাই করে বিশ্বাস করুন এবং সচেতন থাকুন।” পোস্টে ভুয়া প্রেস বিজ্ঞপ্তিটির একটি স্ক্রিনশটও সংযুক্ত করা হয়েছে, যাতে সাধারণ মানুষ প্রতারণামূলক কনটেন্ট সহজে শনাক্ত করতে পারে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও মিথ্যা তথ্যের বিরুদ্ধে সচেতন থাকার জন্য এই পদক্ষেপ গ্রহণ করেছে সেনাবাহিনী, যা তথ্য সুরক্ষা ও জনস্বার্থে একটি গুরুত্বপূর্ণ বার্তা বলে মনে করছেন বিশ্লেষকরা।


Back to top button