

এবিএনএ : আজ মঙ্গলবার সকাল ১১ টায় বাংলাদেশ ছাত্রলীগ (জাসদ) বাগেরহাট জেলা শাখার স্থানীয় কার্যালয়ে বাগেরহাট জেলা ছাত্রলীগ (জাসদ) এর সভাপতি সবুজ হাওলাদারের সভাপতিত্বে এক সাধারন সভা অনুষ্ঠিত হয়। সাধারন সভায় সভাপতি সবুজ হাওলাদার, সহ সভাপতি আবদুল্লাহ আল রাজ, সাধারন সম্পাদক মারুফ বিল্লাহ, সাংগঠনিক সম্পাদক নাইম মল্লিক সহ অন্যান্য নেতারা বক্তব্য রাখেন। সাধারন সভায় সভাপতি তার বক্তব্যে বলেন “দেশের চলমান বৈষম্য দিন দিন বেড়েই চলছে।এর ফলে ধনী ও দরিদ্রদের দুরত্ব দিন দিন বেড়েই চলছে। ধনী দরিদ্রদের বৈষম্য রুখতে, শিক্ষাবানিজ্য বন্ধ করতে, শিক্ষাঙ্গনকে সন্ত্রাসমুক্ত করতে ছাত্রদেরকে এগিয়ে আসতে হবে। ”
সাধারন বাগেরহাট জেলা ছাত্রলীগ এর সদস্য সজল সাহা ও রুবেল হাসানকে দীর্ঘদিন সাংগঠনিক কার্যক্রমে অংশগ্রহণ না করার কারনে অব্যাহতি দেওয়া হয় এবং মোড়েলগঞ্জ উপজেলা ছাত্রলীগ (জাসদ) এর আহবায়ক আব্দুর রহমান ও বাগেরহাট উপজেলা ছাত্রলীগ (জাসদ) এর সাধারন সম্পাদক রাজাকে সর্বসম্মতিক্রমে বাগেরহাট জেলা শাখার সদস্য করা হয়।