এবিএনএ: বাংলাদেশে নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগের উৎপাদন ও ব্যবহার বন্ধে আর কোনো ছাড় দেওয়া হবে না, এমন কড়া হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তিনি বলেন, বারবার সতর্ক করা সত্ত্বেও যারা এখনও নিষিদ্ধ পলিথিন তৈরি ও বাজারজাত করছে, তাদের বিরুদ্ধে এবার শুরু হবে যৌথবাহিনীর কঠোর অভিযান।
বৃহস্পতিবার বিকেলে বাংলাদেশ সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় উপস্থিত ছিলেন আইন-শৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন সংস্থার শীর্ষ কর্মকর্তারা।
সভায় সিদ্ধান্ত হয়, নিষিদ্ধ পলিথিনের উৎপাদন, আমদানি, মজুদ, বিক্রি, বিতরণ ও বাণিজ্যিক পরিবহন বন্ধে দেশব্যাপী অভিযান চলবে। অভিযানে প্রশাসন, র্যাব, পুলিশ, পরিবেশ অধিদপ্তর এবং স্থানীয় সরকার একযোগে অংশ নেবে।
রিজওয়ানা হাসান বলেন, “পরিবেশ রক্ষা এখন আর আলাপচারিতা নয়— এটি বাস্তবায়নের সময়। সকল পক্ষের অংশগ্রহণে একটি স্থায়ী সমাধানের জন্য নিরবচ্ছিন্ন কর্মপরিকল্পনা বাস্তবায়ন করা হবে।”
এই পদক্ষেপের অংশ হিসেবে বৃহস্পতিবার কিশোরগঞ্জে এক মোবাইল কোর্ট অভিযান চালিয়ে নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে মামলা করা হয় এবং বিপুল পরিমাণ পলিথিন জব্দ করা হয়।
একইদিন নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় একটি পলিথিন উৎপাদনকারী কারখানায় অভিযান চালিয়ে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এছাড়া, বিদ্যুৎ মিটার খুলে জব্দ করা হয়েছে।
সভায় আরও উপস্থিত ছিলেন— স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি, পরিবেশ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. ফাহমিদা খানম, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক কামরুজ্জামান, র্যাবের এডিজি (অপারেশনস) কর্ণেল ইফতেখার আহমেদ, ডিএমপির অতিরিক্ত কমিশনার নজরুল ইসলাম, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মাহাবুবুর রহমান তালুকদার, ঢাকার জেলা প্রশাসক তানভীর আহমেদ এবং অন্যান্য প্রশাসনিক কর্মকর্তা।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.