এবিএনএ: বাংলাদেশ ক্রিকেটের অন্যতম কিংবদন্তি অলরাউন্ডার সাকিব আল হাসান আবারও শিরোনামে। গ্লোবাল সুপার লিগে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে আলোচনায় ফিরেছেন তিনি। জাতীয় দলে তার প্রত্যাবর্তন নিয়ে চলছে ব্যাপক আলোচনা। আর সে আলোচনায় এবার মুখ খুললো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
গত বছরের রাজনৈতিক অস্থিরতার সময় দেশ ছাড়েন সাকিব। যদিও পরে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে খেলতে দেশে ফিরেছিলেন। এরপর দক্ষিণ আফ্রিকা সফরের আগে আবারও দেশের বাইরে চলে যান নিরাপত্তা ইস্যুতে। তার ওপর বোলিং অ্যাকশন নিয়ে সাময়িক নিষেধাজ্ঞাও ছিল। তবে সবকিছু পেরিয়ে তিনি ফিরে আসেন পাকিস্তান সুপার লিগ দিয়ে। বর্তমানে তিনি গ্লোবাল সুপার লিগে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন।
টুর্নামেন্টের প্রথম ম্যাচেই সাকিব ঝলক দেখিয়েছেন। ৩৭ বলে ৫৮ রান এবং ৪ উইকেট—এই অলরাউন্ড নৈপুণ্য আবারও তাকে জাতীয় দলের আলোচনায় এনে দিয়েছে। যদিও পরের ম্যাচে হোবার্ট হারিকেনসের বিপক্ষে ব্যর্থ ছিলেন সাকিব, করলেন মাত্র ৭ রান ও ৪ ওভারে ৩৪ রান দিলেও উইকেট শূন্য থাকেন।
এমন প্রেক্ষাপটে মিরপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু বলেন, “সাকিব আল হাসান বাংলাদেশের সর্বকালের সেরা ক্রিকেটারদের একজন। জাতীয় দলের দরজা তার জন্য সবসময় খোলা রয়েছে। এখন সিদ্ধান্ত নির্বাচক ও টিম ম্যানেজমেন্টের হাতে।”
তিনি আরও জানান, বর্তমান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল ক্রিকেট বিষয়ক সকল দায়িত্ব দিয়ে রেখেছেন সংশ্লিষ্ট ইউনিটকে। তাই জাতীয় দলে কাকে রাখা হবে বা কাকে রাখা হবে না, সেটা এখন নির্ধারণ করবেন ক্রিকেট অপারেশনস ইউনিট ও নির্বাচকরা।
সব মিলিয়ে সাকিবের ফর্ম এবং অভিজ্ঞতা বিবেচনায় জাতীয় দলে ফেরার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এখন দেখার বিষয়, নির্বাচকরা কী সিদ্ধান্ত নেন দেশের এই অন্যতম সেরা ক্রিকেটারকে নিয়ে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.