এবিএনএ: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় টানা দুই দিনের বৃষ্টিপাতে সাধারণ মানুষের দৈনন্দিন বাজার খরচ বেড়ে গেছে। বৃষ্টির কারণে একদিকে যেমন সবজিক্ষেত পানিতে ডুবে গেছে, অন্যদিকে সরবরাহ কম থাকায় সবজি ও মাছের বাজারে দামের ঊর্ধ্বগতি দেখা দিয়েছে।
বুধবার আগারগাঁও, তেজকুনিপাড়া ও কারওয়ান বাজার ঘুরে দেখা যায়, বেশিরভাগ খুচরা বিক্রেতারা সবজির দামে হঠাৎ বেড়ে যাওয়া পরিস্থিতির জন্য বৃষ্টিকে দায়ী করছেন। তাঁদের মতে, ক্ষেত পানিতে ডুবে যাওয়ার ফলে তুলনামূলকভাবে কম পরিমাণে পণ্য বাজারে আসছে। ফলে চাহিদা ও জোগানের ভারসাম্যহীনতায় দাম বেড়েছে।
বর্তমানে খুচরা পর্যায়ে প্রতি কেজি কাঁচামরিচ বিক্রি হচ্ছে ১৬০–১৭০ টাকায়, যেখানে দুদিন আগেও ছিল ১২০–১৪০ টাকা। টমেটোর কেজিতে ৩০ টাকা বেড়ে এখন বিক্রি হচ্ছে ১৫০–১৬০ টাকায়। বেগুনের দাম বেড়ে কেজিপ্রতি ৮০–১০০ টাকা হয়েছে। ধুন্দল ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৪০–৬০ টাকায়, যা আগের তুলনায় ১০ টাকা বেশি।
কারওয়ান বাজারের ব্যবসায়ী সাইফুল ইসলাম জানান, “বৃষ্টিতে সাধারণ মানুষ বাজারে আসতে পারছে না, তার উপর পাইকারি পর্যায়ে দাম বেড়েছে। ফলে খুচরা পর্যায়েও প্রভাব পড়ছে।”
সবজির পাশাপাশি মাছ ও মুরগির বাজারেও মূল্যবৃদ্ধি লক্ষ্য করা যাচ্ছে। মাঝারি আকৃতির রুই ও কাতলা মাছ বিক্রি হচ্ছে ৪০০–৪৫০ টাকা কেজিতে, যা আগে ছিল ৩৮০–৪৩০ টাকা। পাঙাশ ও তেলাপিয়া মাছের কেজি বেড়ে এখন ১৮০–২২০ টাকা দরে বিক্রি হচ্ছে।
তেজকুনিপাড়ার মাছ ব্যবসায়ী মোশাররফ হোসেন বলেন, “বর্ষাকালে সাধারণত মাছ কম পাওয়া যায়। নদী-খালে পানি বাড়ে, মাছ ধরা কঠিন হয়। সেই কারণেই দাম কিছুটা বেশি।”
সোনালি মুরগির দামও কিছুটা বেড়েছে—প্রতি কেজি ২৮০–৩১০ টাকায় বিক্রি হচ্ছে, যা আগে ছিল ২৬০–২৮০ টাকা। তবে ব্রয়লার মুরগি ও ডিমের দামে তেমন কোনো পরিবর্তন হয়নি। ব্রয়লার কেজিতে এখনো ১৫০–১৬০ টাকা এবং ফার্মের ডিম প্রতি ডজন ১২৫–১৩০ টাকায়ই বিক্রি হচ্ছে।
বৃষ্টির এই ধারা অব্যাহত থাকলে বাজারে আরও অস্থিরতা দেখা দিতে পারে বলে আশঙ্কা করছেন ব্যবসায়ীরা।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.