এবিএনএ: রংপুরের গঙ্গাচড়ার বেতগাড়ি ইউনিয়নের আলদাদপুর বালাপাড়া গ্রামে ধর্ম অবমাননার অভিযোগের জেরে হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনায় অজ্ঞাতপরিচয় প্রায় ১২০০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যায় এক ভুক্তভোগীর পক্ষ থেকে গঙ্গাচড়া মডেল থানায় এ মামলা দায়ের করা হয়। মামলার বিষয়টি থানার অফিসার ইনচার্জ (ওসি) আল এমরান নিশ্চিত করেন।
ওসি বলেন, “নিরাপত্তার স্বার্থে বাদীর পরিচয় গোপন রাখা হয়েছে। হামলার ঘটনায় তদন্ত চলছে এবং দোষীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”
ঘটনার সূত্রপাত ঘটে গত শনিবার, যখন সামাজিক মাধ্যমে ধর্ম অবমাননার অভিযোগে এক কিশোরকে আটক করে পুলিশ। সে একটি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী। তার বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইনে মামলা দায়ের করে আদালতের মাধ্যমে শিশু পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়।
কিশোরের বিচারের দাবিতে শনিবার রাতেই উত্তেজিত জনতা মিছিল করে এবং তার বাড়িতে হামলা ও ভাঙচুর চালায়। সেইসাথে আশপাশের আরও অন্তত ১৮টি হিন্দু বাড়িতে হামলা হয়।
মাইকিং করে লোক জড়ো করে হিন্দু পল্লীতে পরিকল্পিতভাবে হামলা চালানো হয় বলে জানিয়েছে পুলিশ। পরে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
হামলায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর বাড়িঘর মেরামতের কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা বলেন, “ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্রামে শান্তিপূর্ণ অবস্থা বিরাজ করছে।”
বর্তমানে গ্রামে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ টহল চলছে। অজ্ঞাত ১২০০ জনের বিরুদ্ধে দায়েরকৃত মামলার তদন্ত শুরু হয়েছে এবং সন্দেহভাজনদের চিহ্নিত করে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে প্রশাসন।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে স্থানীয় হিন্দু সম্প্রদায়ের মধ্যে এখনও আতঙ্ক বিরাজ করছে। তবে প্রশাসনের দাবি, পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে।
এই হামলার ঘটনায় মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন মহল উদ্বেগ প্রকাশ করেছে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত এলাকার নিরাপত্তা জোরদার থাকবে বলে জানিয়েছে পুলিশ।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.