এবিএনএ: সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদার বিরুদ্ধে আরও ১০ দিনের রিমান্ড আবেদন করেছে পুলিশ। শুক্রবার তাঁর প্রথম দফার চার দিনের রিমান্ড শেষ হলে নতুন করে তদন্তের স্বার্থে এ আবেদন করা হয় বলে জানিয়েছে পুলিশ।
ঢাকার শেরেবাংলা নগর থানার এসআই শামসুজ্জোহা সরকার মামলার তদন্ত কর্মকর্তা হিসেবে এই আবেদন করেন। দুপুর আড়াইটার পর তাঁকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতে হাজির করা হয়। প্রসিকিউশন বিভাগের এসআই রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলাটির সূত্রপাত বিএনপির একটি মামলার ভিত্তিতে। দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় এ মামলা করেন। মামলায় ২৪ জনকে আসামি করা হয়, যাদের মধ্যে রয়েছেন তিনজন সাবেক প্রধান নির্বাচন কমিশনার—কাজী রকিবউদ্দীন আহমদ, কে এম নূরুল হুদা এবং কাজী হাবিবুল আউয়াল।
নূরুল হুদাকে গত রোববার সন্ধ্যায় রাজধানীর উত্তরা থেকে আটক করা হয়। স্থানীয় জনতার সহায়তায় তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উত্তেজিত জনতা তাঁকে ধরে জুতার মালা পরিয়ে চরম অপমান করে।
এর আগে গত সোমবার এই মামলায় পুলিশ প্রথমে ১০ দিনের রিমান্ডের আবেদন করলেও আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।
মামলার আরেক আসামি, সাবেক সিইসি হাবিবুল আউয়ালকেও ইতোমধ্যে গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। যদিও পুলিশ তাঁর ক্ষেত্রেও ১০ দিনের রিমান্ডের আবেদন জানিয়েছিল।
মামলাটি নিয়ে রাজনৈতিক অঙ্গনে উত্তেজনা বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, নির্বাচন পরিচালনায় জড়িত ব্যক্তিদের এইভাবে জিজ্ঞাসাবাদ করা কিংবা আটক করার বিষয়টি রাজনৈতিক প্রতিহিংসার ইঙ্গিত দিচ্ছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠছে। তবে পুলিশ বলছে, তদন্তের স্বার্থেই এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।
এখন দেখার বিষয়, আদালত নতুন রিমান্ড আবেদনের বিষয়ে কী সিদ্ধান্ত দেয় এবং মামলাটি কোন দিকে মোড় নেয়।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.