ঈদ মানেই সিনেমা প্রেমীদের জন্য উৎসব। এবারের ঈদুল আজহায় দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মোট ছয়টি চলচ্চিত্র।
এই তালিকায় শীর্ষে আছে শাকিব খানের ‘তাণ্ডব’, যা সর্বোচ্চ ১৩২টি হলে মুক্তি পেয়েছে। বাকিগুলোও ভিন্ন ভিন্ন সংখ্যক হলে প্রদর্শিত হচ্ছে। আসুন দেখে নেওয়া যাক, কোন সিনেমাটি কয়টি হলে চলবে।
শাকিব খানের সিনেমা মানেই দর্শকদের ভরসা। রায়হান রাফীর পরিচালনায় নির্মিত ‘তাণ্ডব’ এবার ঈদে ঝড় তুলেছে। দেশের ১৩২টি হলে মুক্তি পাওয়া এই ছবি দিয়ে বড় পর্দায় অভিষেক হয়েছে জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূরের।
চমক হিসেবে ক্যামিও চরিত্রে থাকছেন আফরান নিশো ও সিয়াম আহমেদ। এছাড়াও অভিনয়ে আছেন আফজাল হোসেন, জয়া আহসান ও এফএস নাঈম। প্রযোজনায় রয়েছে আলফা আই।
দ্বিতীয় সর্বোচ্চ ১৬টি হলে মুক্তি পেয়েছে সঞ্জয় সমাদ্দার পরিচালিত অ্যাকশনধর্মী ‘ইনসাফ’। মোশাররফ করিম, শরিফুল রাজ ও তাসনিয়া ফারিণের অভিনয়ে সমৃদ্ধ এ সিনেমার গল্প এবং পোস্টার আগেই আগ্রহ তৈরি করেছিল দর্শকদের মধ্যে।
প্রযোজনায় টিওটি ফিল্মস ও তিতাস কথাচিত্র।
সাসপেন্স-থ্রিলার ঘরানার ‘নীলচক্র: ব্লু গ্যাং’ ছবিটি মুক্তি পেয়েছে ৬টি হলে। বহুদিন পর ঈদে আরিফিন শুভ ফিরলেন এই সিনেমার মাধ্যমে। তার সঙ্গে রয়েছেন মন্দিরা চক্রবর্তী এবং ফজলুর রহমান বাবু।
পরিচালনায় আছেন মিঠু খান। গল্প আবর্তিত হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিও এবং তার প্রভাব ঘিরে।
তানিম নূর পরিচালিত পারিবারিক গল্পভিত্তিক সিনেমা ‘উৎসব’ মুক্তি পেয়েছে ৭টি প্রেক্ষাগৃহে।
একসঙ্গে পর্দায় ফিরেছেন জাহিদ হাসান, আফসানা মিমি, চঞ্চল চৌধুরী, জয়া আহসান, অপি করিম ও ইন্তেখাব দিনার। সিনেমার ট্যাগলাইন: “পরিবার ছাড়া দেখা নিষেধ”।
বছর খানেক দেরিতে মুক্তি পেল ‘এশা মার্ডার: কর্মফল’। পরিচালনায় সানী সানোয়ার। অভিনয়ে আজমেরী হক বাঁধন, পূজা ক্রুজ ও মিশা সওদাগর।
একটি সাসপেন্স ও মনস্তাত্ত্বিক ক্রাইম ঘরানার সিনেমা এটি, যা এবার ঈদে বড় পর্দায় মুক্তি পেয়েছে।
আলোক হাসান পরিচালিত ও আদর আজাদ-পূজা চেরি অভিনীত ‘টগর’ সিনেমা মুক্তি পেয়েছে ৭টি হলে।
প্রচারণায় বেশ সক্রিয় ছিল ছবির টিম, গান ও টিজার আগেই দর্শকদের দৃষ্টি কেড়েছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.