এবিএনএ: কক্সবাজারের চকরিয়া পৌর শহরের জনতা শপিং সেন্টারে অনুষ্ঠিতব্য জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভায় হামলা চালিয়েছে বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা। শনিবার বিকেল পৌনে চারটার দিকে ট্রাকের ওপর স্থাপিত মঞ্চটি ভেঙে ফেলা হয়।
প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, দুপুর থেকেই এনসিপির পক্ষ থেকে মাইকিং করে মঞ্চ প্রস্তুত করা হচ্ছিল। বিকেলের দিকে হঠাৎ করে কয়েকজন লাঠিসোটা হাতে এসে মঞ্চে হামলা চালায় এবং এনসিপির প্রচারকারীদের সরিয়ে দেয়।
এনসিপির চকরিয়া উপজেলা সংগঠক খাইরুল বাশার জানান, বিএনপির নেতাকর্মীরা শুধুমাত্র মঞ্চ ভাঙেননি, সমাবেশের ব্যানার ছিঁড়ে ট্রাকের কাচও ভেঙে ফেলেছেন। পরে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ উপস্থিত হয়ে হামলাকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বিএনপির পক্ষ থেকে জানানো হয়, একই দিনে কক্সবাজার শহরে এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদের বিরুদ্ধে কুরুচিপূর্ণ মন্তব্য করায় দলীয় কর্মীরা চরম ক্ষুব্ধ হন। এই বক্তব্যের প্রতিবাদেই চকরিয়ায় প্রতিবাদ হয়।
বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, তাদের কেন্দ্রীয় নেতার বিরুদ্ধে অপমানজনক বক্তব্যের জবাবে সারা জেলায় প্রতিবাদ জানানো হয়েছে। যদিও শান্ত থাকার আহ্বান জানিয়েছেন সালাহউদ্দিন আহমদ নিজেই।
এদিকে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসউদ এক ফেসবুক পোস্টে দাবি করেন, বিএনপি কর্মীরা চকরিয়ায় এনসিপির গাড়িবহর আটকে রেখেছে এবং নেতাদের নামে স্লোগান দিচ্ছে। এমনকি লোহাগড়ায় ব্যানার-ফেস্টুনও ছিঁড়ে ফেলেছে।
তিনি পোস্টে লেখেন, “যেমন লীগ করেছে ১৬ বছর, এখন আপনারাও তাই করছেন। শিক্ষা না নিলে আপনাদেরও সেই পরিণতি অপেক্ষা করছে।”
চকরিয়া থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, সংঘর্ষ এড়াতে নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে, তবে ভাঙচুর সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও সংগ্রহ করা হচ্ছে।
কক্সবাজার জেলার অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিন বলেন, এনসিপির অন্তত ১০ থেকে ১২টি গাড়ি এক ঘণ্টা অবরুদ্ধ ছিল। পরে পুলিশ ও সেনাবাহিনী বিএনপির শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এনসিপি নেতাদের নিরাপদে কক্সবাজার জেলা পার করিয়ে দেয়।
তিনি আরও জানান, বিএনপির প্রতিবাদের মুখে এনসিপির অনির্ধারিত পথসভা বাতিল করা হয়েছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.