এবিএনএ: বিএনপির ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু অভিযোগ করেছেন, জামায়াত ইসলামী সবসময় মিথ্যার ওপর দাঁড়িয়ে রাজনীতি করে এসেছে। তিনি বলেন, মুক্তিযুদ্ধে স্বাধীনতার বিপক্ষে থাকা এই দলটি বর্তমানে আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতির মতো অপ্রাসঙ্গিক বিষয় সামনে এনে নির্বাচনী প্রক্রিয়া ব্যাহত করার চেষ্টা করছে। দেশের মানুষ কোনোভাবেই এসব ষড়যন্ত্র মেনে নেবে না, বরং যথাসময়ে এর দাঁতভাঙা জবাব দেওয়া হবে।
শনিবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের উদ্যোগে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে নেতৃত্বদানকারী বীর সন্তানদের সম্মাননা প্রদানের আয়োজন করা হয়।
বরকতউল্লা বুলু আরও বলেন, যারা একাত্তরের মুক্তিযুদ্ধ ও বায়ান্নর ভাষা আন্দোলন অস্বীকার করেছে, তাদের ভোটে অংশগ্রহণের নৈতিক অধিকার নেই। বর্তমানে তারা নতুন করে অশান্তি সৃষ্টি করতে চাইছে। তিনি দাবি করেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দেওয়া ৩১ দফা কর্মসূচি দেশের সংস্কার প্রক্রিয়ার মূল ভিত্তি। সেই পথ ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশকে এগিয়ে নিয়ে যাওয়া হবে। কিন্তু জামায়াত তাকে কলঙ্কিত করার ষড়যন্ত্রে লিপ্ত। এজন্য দেশবাসীকে সচেতন থাকার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, যারা একাত্তরে স্বাধীনতাকে অস্বীকার করেছিল, তারাই এখন জুলাই-আগস্ট আন্দোলনকে ‘দ্বিতীয় স্বাধীনতা’ বলে প্রচার করছে। কিন্তু প্রকৃত স্বাধীনতা অর্জিত হয়েছে ১৯৭১ সালে। তিনি আরও বলেন, গণতন্ত্রকে বিপথে ঠেলে দেওয়ার জন্য একটি মহল সক্রিয়, যাদের মোকাবিলা করতে হবে ঐক্যবদ্ধভাবে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হাবিবুর রহমান হাবিব বলেন, আগামী ফেব্রুয়ারির নির্বাচন ছাড়া সরকার টিকে থাকতে পারবে না। তিনি অভিযোগ করেন, জামায়াত আসলে নির্বাচন চায় না। এমনকি ছাত্রলীগকে নিষিদ্ধ করা হলে শিবির সংশ্লিষ্ট অনেক নেতাকেও নিষিদ্ধ করতে হবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদের সভাপতি এম গিয়াসউদ্দিন খোকন। আরও বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ব্যারিস্টার এ এম মাহবুবউদ্দিন খোকন, সাবেক এমপি ওয়াদুদ ভুইয়া, লাকী বরকতউল্লাহ, অ্যাডভোকেট আবেদ রাজা, শামীমা ইয়াসমীন মিথিলা, শাহজান মিয়া সম্রাট ও কামাল হোসেন প্রমুখ।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.