এবিএনএ: কক্সবাজারের টেকনাফ উপকূলে ফের আতঙ্ক সৃষ্টি করেছে মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী সংগঠন আরাকান আর্মি (এএ)। রোববার দুপুরে নাইক্ষ্যংদিয়া উপকূল থেকে দুটি ট্রলারসহ অন্তত ১৪ বাংলাদেশি জেলেকে অপহরণ করেছে তারা।
টেকনাফ কায়ুকখালী বোট মালিক সমিতির পরিচালক সাজেদ আহমেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, “বৈরী আবহাওয়ার কারণে কিছু ট্রলার ঘাটে ফিরছিল। এ সময় আরাকান আর্মির সদস্যরা দুটি ট্রলার ঘিরে ধরে মাঝিমাল্লাসহ ১৪ জনকে ধরে নিয়ে যায়। এ ঘটনায় জেলেদের মধ্যে চরম ভীতি ছড়িয়ে পড়েছে। সরকারের দ্রুত হস্তক্ষেপ প্রয়োজন।”
এর মাত্র একদিন আগে একই এলাকায় ১২ জেলেসহ আরেকটি নৌকা অপহৃত হয়েছিল। ওই জেলেদের সবাই শাহপরীর দ্বীপের বাসিন্দা।
টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন জানান, “আমরা খবর পেয়েছি, আরও দুটি ট্রলার অপহৃত হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গতকালের ঘটনায়ও আইনশৃঙ্খলা বাহিনী কাজ করছে।”
ট্রলার মালিক সমিতির নেতা মো. কালাম বলেন, “জেলেদের জীবন এখন চরম ঝুঁকির মধ্যে। বারবার এ ধরনের অপহরণে তারা সাগরে মাছ শিকারে যেতে ভয় পাচ্ছে।”
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) জানায়, গত আট মাসে নাফ নদী ও বঙ্গোপসাগর উপকূল থেকে অন্তত ২৪০ জেলেকে অপহরণ করেছে আরাকান আর্মি। এর মধ্যে প্রায় ২০০ জনকে বিভিন্ন সময়ে ফেরত আনা সম্ভব হয়েছে। তবে চলতি মাসেই অপহরণের ঘটনা বেড়ে যাওয়ায় সীমান্ত এলাকায় উদ্বেগ বাড়ছে।
সাগরে জীবনের ঝুঁকি নিয়ে মাছ শিকারে যাওয়া জেলেদের জন্য এই অপহরণ এখন বড় হুমকি হয়ে দাঁড়িয়েছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.