আগামী ২৫ বছর গরমে নয়, তুলনামূলক শীতল আবহাওয়ায় পবিত্র হজ পালিত হবে—এমনটাই জানাল সৌদি আরবের ন্যাশনাল সেন্টার ফর মিটিওরলজি। চন্দ্র পঞ্জিকা অনুসারে তৈরি করা নতুন সময়সূচিতে দেখা যাচ্ছে, ২০২৬ সাল থেকে ২০৫০ সাল পর্যন্ত হজ পড়বে মূলত বসন্ত, শীত ও শরৎকালীন সময়ে।
সৌদি আবহাওয়া দফতরের মুখপাত্র হুসেইন আল কাহতানি বলেন, “এই বছরই শেষবারের মতো গ্রীষ্মকালে হজ হচ্ছে। এরপর থেকে আগামী আট বছর হজ পড়বে বসন্তকালে, পরবর্তী আট বছর শীতে এবং তারপর আট বছর শরতে। ২০৫০ সালে আবার গরমকালে ফিরবে হজের সময়।”
চন্দ্রবর্ষ এবং গ্রেগরিয়ান বর্ষপঞ্জির ১১ দিনের ব্যবধানের কারণে হজের সময় প্রতিবছর কিছুটা এগিয়ে আসে। এই হিসেবেই পরবর্তী ২৫ বছরের হজ পরিকল্পনা নির্ধারণ করা হয়েছে।
২০২৬–২০৩৩: বসন্তকাল (মার্চ-মে)
২০৩৪–২০৪১: শীতকাল (ডিসেম্বর-ফেব্রুয়ারি)
২০৪২–২০৪৯: শরৎকাল (সেপ্টেম্বর-নভেম্বর)
২০৫০: গ্রীষ্মকাল (জুন-আগস্ট)
এই পরিবর্তনের ফলে হজ পালনকারীরা গরমের ভয়াবহ তাপদাহ থেকে রক্ষা পাবেন। বিশেষ করে প্রবীণ ও অসুস্থ হাজিদের জন্য শীতল আবহাওয়ায় হজ পালনের সুযোগ অনেক স্বস্তিদায়ক হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বিশেষজ্ঞরা।
তাছাড়া ঠান্ডা মৌসুমে হজ পালনের ফলে ভিড় নিয়ন্ত্রণ, নিরাপত্তা ব্যবস্থাপনা ও লজিস্টিক সুবিধাও আরও কার্যকরভাবে নিশ্চিত করা যাবে বলে মনে করা হচ্ছে।
সৌদি সরকার জানিয়েছে, এই পঞ্জিকা হাজিদের পরিকল্পনা গ্রহণে সহায়তা করবে এবং আন্তর্জাতিক পর্যায়ে হজ ব্যবস্থাপনার জন্য একটি দীর্ঘমেয়াদি গাইডলাইন হিসেবে কাজ করবে।
সর্বশেষ হজ আপডেট, আন্তর্জাতিক ইসলামি বিষয় এবং সময়সূচির খবর পেতে চোখ রাখুন আমাদের পোর্টালে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.