এবিএনএ: প্রথম ধাপের ৮৭ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে চেয়ারম্যান প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয়েছে। শুক্রবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে দলটির সংসদীয় মনোনয়ন বোর্ড ও স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভায় এসব প্রার্থীকে চূড়ান্ত করা হয়।
মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থী তালিকা ঘোষণা করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। শনিবার আওয়ামী লীগের দফতর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ এমপি স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
রংপুর বিভাগ
জেলা : পঞ্চগড়
উপজেলা | পদের নাম | প্রার্থীর নাম |
পঞ্চগড় সদর | চেয়ারম্যান | মো. আমিরুল ইসলাম |
তেঁতুলিয়া | চেয়ারম্যান | কাজী মাহামুদুর রহমান |
দেবীগঞ্জ | চেয়ারম্যান | মো. হাসনাৎ জামান চৌধুরী (জর্জ) |
বোদা | চেয়ারম্যান | মো. ফারুক আলম |
আটোয়ারি | চেয়ারম্যান | মো. তৌহিদুল ইসলাম |
জেলা : নীলফামারী
উপজেলা | পদের নাম | প্রার্থীর নাম |
নীলফামারী সদর | চেয়ারম্যান | শাহিদ মাহমুদ |
ডোমার | চেয়ারম্যান | তোফায়েল আহমেদ |
ডিমলা | চেয়ারম্যান | মো. তবিবুল ইসলাম (বীর মুক্তিযোদ্ধা) |
সৈয়দপুর | চেয়ারম্যান | মো. মোখছেদুল মোমিন |
কিশোরগঞ্জ | চেয়ারম্যান | মো. জাকির হোসেন বাবুল |
জলঢাকা | চেয়ারম্যান | মো. আনছার আলী (মিন্টু) |
জেলা : লালমনিরহাট
উপজেলা | পদের নাম | প্রার্থীর নাম |
লালমনিরহাট সদর | চেয়ারম্যান | মো. নজরুল হক পটোয়ারী ভোলা |
পাটগ্রাম | চেয়ারম্যান | মো. রুহুল আমিন বাবুল |
হাতীবান্ধা | চেয়ারম্যান | মো. লিয়াকত হোসেন |
আদিতমারী | চেয়ারম্যান | মো. রফিকুল আলম |
কালীগঞ্জ | চেয়ারম্যান | মাহবুবুজ্জামান আহমেদ |
জেলা : কুড়িগ্রাম
উপজেলা | পদের নাম | প্রার্থীর নাম |
নাগেশ্বরী | চেয়ারম্যান | মোস্তফা জামান |
উলিপুর | চেয়ারম্যান | মো. গোলাম হোসেন মন্টু |
চিলমারী | চেয়ারম্যান | শওকত আলী সরকার |
রৌমারী | চেয়ারম্যান | মো. মজিবুর রহমান |
ভুরুঙ্গামারী | চেয়ারম্যান | মো. নুরুন্নবী চৌধুরী |
রাজারহাট | চেয়ারম্যান | আবু নুর মো. আক্তারুজ্জামান |
ফুলবাড়ী | চেয়ারম্যান | মো. আতাউর রহমান |
রাজিবপুর | চেয়ারম্যান | মো. শফিউল আলম |
কুড়িগ্রাম সদর | চেয়ারম্যান | আমান উদ্দিন আহমেদ |
রাজশাহী বিভাগ
জেলা : জয়পুরহাট
উপজেলা | পদের নাম | প্রার্থীর নাম |
জয়পুরহাট সদর | চেয়ারম্যান | এস এম সোলায়মান আলী |
পাঁচবিবি | চেয়ারম্যান | মো. মনিরুল শহিদ মণ্ডল |
আক্কেলপুর | চেয়ারম্যান | মো. আব্দুস সালাম আকন্দ |
কালাই | চেয়ারম্যান | মো. মিনফুজুর রহমান |
ক্ষেতলাল | চেয়ারম্যান | মো. মোস্তাকিম মণ্ডল |
জেলা : রাজশাহী
উপজেলা | পদের নাম | প্রার্থীর নাম |
পবা | চেয়ারম্যান | মো. মুনসুর রহমান |
তানোর | চেয়ারম্যান | মো. লুৎফর হায়দার রশীদ |
পুঠিয়া | চেয়ারম্যান | মো. জি এম হিরা বাচ্চু |
দূর্গাপুর | চেয়ারম্যান | মো. নজরুল ইসলাম |
বাঘা চেয়ারম্যান | চেয়ারম্যান | মো.লায়েব উদ্দীন |
গোদাগাড়ী | চেয়ারম্যান | জাহাঙ্গীর আলম |
চারঘাট | চেয়ারম্যান | মো. ফকরুল ইসলাম |
মোহনপুর | চেয়ারম্যান | মো. আব্দুস সালাম |
বাগমারা | চেয়ারম্যান | অনিল কুমার সরকার |
জেলা : নাটোর
উপজেলা | পদের নাম | প্রার্থীর নাম |
নাটোর সদর | চেয়ারম্যান | মো. শরিফুল ইসলাম রমজান |
গুরুদাসপুর | চেয়ারম্যান | মো. জাহিদুল ইসলাম |
বাগাতিপাড়া | চেয়ারম্যান | মো. সেকেন্দার রহমান |
সিংড়া | চেয়ারম্যান | মো. শফিকুল ইসলাম |
বড়াইগ্রাম | চেয়ারম্যান | মো. সিদ্দিকুর রহমান পাটোয়ারী |
লালপুর | চেয়ারম্যান | মো. ইসাহাক আলী |
জেলা : সিরাজগঞ্জ
উপজেলা | পদের নাম | প্রার্থীর নাম |
সিরাজগঞ্জ সদর | চেয়ারম্যান | মোহাম্মদ রিয়াজ উদ্দিন |
চৌহালী | চেয়ারম্যান | মো. ফারুক হোসেন |
কাজীপুর | চেয়ারম্যান | মো. খলিলুর রহমান সিরাজী |
রায়গঞ্জ | চেয়ারম্যান | ইমরুল হোসেন তাং |
এ ছাড়া সভায় একাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪১ জন প্রার্থী চূড়ান্ত করা হয়।
উল্লেখ্য, এবার ৪৮১টি উপজেলায় পাঁচ ধাপে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ১০ মার্চ প্রথম ধাপের উপজেলা পরিষদ নির্বাচন হবে। ইসির খসড়া অনুযায়ী ১৮, ২৪, ৩১ মার্চ ও ১৮ জুন বাকি চার ধাপে উপজেলা নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছে ইসি। গত বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের ১২৯টি উপজেলা পরিষদের নির্বাচনের তারিখ ঘোষণা করে ইসি।
ইসি সূত্র জানায়, তৃতীয় ধাপের তফসিল হবে ১৬ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র দাখিল ২৬ ফেব্রুয়ারি, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ৫ মার্চ ও ভোটগ্রহণ ২৪ মার্চ। চতুর্থ ধাপের তফসিল হবে ২০ ফেব্রুয়ারি। এতে মনোনয়নপত্র দাখিল ৪ মার্চ, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ মার্চ ও ভোটগ্রহণ ৩১ মার্চ। সর্বশেষ পঞ্চম ধাপের তফসিল হবে ১২ মে। এতে মনোনয়নপত্র দাখিল ২১ মে, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২৯ মে ও ভোটগ্রহণ ১৮ জুন নির্ধারণ করা হয়েছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.