এ বি এন এ : ‘মিস এশিয়া ২০১৬’ প্রতিযোগিতায় অংশ নিয়ে সোনার মুকুট পেলেন বাংলাদেশের মডেল-অভিনেত্রী অপ্সরা আলী। গত ১৮ আগস্ট ভারতের কেরালার কোচিতে এর গ্র্যান্ড ফিনালে অনুষ্ঠিত হয়।
রাজশাহীর মেয়ে অপ্সরা গত বছর মালয়েশিয়ার কুয়ালালামপুরে অনুষ্ঠিত মিস কসমোপলিটান ২০১৫ প্রতিযোগিতায় ছিলেন সেরা দশ সুন্দরীর মধ্যে। এবার তিনি নির্বাচিত হয়েছেন মিস বাংলাদেশ ২০১৬। এর ধারাবাহিকতায় বাংলাদেশের এই সুন্দরী অংশগ্রহণ করলেন মিস এশিয়া প্রতিযোগিতায়।
মূলত এজন্য অপ্সরাকে সোনার মুকুট দিয়েছে মিস এশিয়া প্রতিযোগিতার আয়োজকরা। তাদের কাছ থেকে সনদও পেয়েছেন তিনি।
ভারতের শীর্ষস্থানীয় বার্তা সংস্থা টাইমস অব ইন্ডিয়াও অপ্সরা ছবি প্রকাশ করেছে। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘খুব ভালো লাগছে। আসলে সেরা হতে পারিনি সত্যি। তবে সোনার মুকুট পেয়েছি আমার দেশের পক্ষে।’
এবার অংশগ্রহণ করেছে এশিয়ার ১৮টি দেশের একজন করে সুন্দরী। মিস এশিয়া পেজে ছবি, ভিডিওসহ সবকিছুতে লাইকের ওপর ভিত্তি করে বিজয়ী নির্বাচন করা হয়েছে।
২০১১ সালে ‘ভিট-চ্যানেল আই টপ মডেল’ প্রতিযোগিতার সেরা পাঁচে উঠে পরিচিতি পান অপ্সরা। এ আয়োজনে মিস বিউটি স্মাইল খেতাব জেতেন তিনি। এরই মধ্যে মডেল হয়েছেন এয়ারটেল, বাংলালিংক ও সিটিসেলসহ বেশকিছু বিজ্ঞাপনচিত্রে। অভিনয় করেছেন ধারাবাহিক নাটক ‘ভূতের বাড়ি’, ‘এই শহরে’ ও ‘কেয়া’য়। মুক্তির অপেক্ষায় আ
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.