এবিএনএ : মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের খুব কাছে ডেমোক্র্যাট প্রার্থী জো বাইডেন। গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্যগুলো যেগুলোকে ‘ব্যাটলগ্রাউন্ড বা যুদ্ধক্ষেত্র’ হিসেবে বর্ণনা করা হচ্ছে, সেগুলোতে লালকে পেছনে ফেলে নীলের আধিপত্য বিস্তার একরকম বলেই দিচ্ছিল হোয়াইট হাউস জয়ে বাইডেন সফল। এরপরও টেলিভিশন নেটওয়ার্ক বা সংবাদমাধ্যমগুলো তাকে বিজয়ী বলেনি। কিছু রাজ্যে ভোটগণনা অব্যাহত রয়েছে উল্লেখ করেছে। কিন্তু মার্কিন তথ্য ও ডেটা বিশ্লেষণকারী প্রতিষ্ঠান ডিসিশন ডেস্ক তা করেনি। গোটা জাতি তথা গোটা বিশ্বের মানুষ যে দিকে তাকিয়ে আছে এবার, সেই উত্তর দিয়ে দিয়েছে এ ঘোষণাতেই। নির্বাচন বিষয়ে পূর্বাভাস সরবরাহকারী প্রতিষ্ঠানটি প্রথমবারের মতো জো বাইডেনকেই দেশের ৪৬তম প্রেসিডেন্ট ঘোষাণা করেছে।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়েছে, ডিসিশন ডেস্ক সদরদপ্তর জো বাইডেনকে প্রেসিডেন্ট ডাক দেওয়া প্রথম কোনো প্রতিষ্ঠান। তারা ওই প্রবীণ রাজনীতিবিদকে যুক্তরাষ্ট্রের ৪৬তম অর্থাৎ পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করেছে নির্বাচনের সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে।
ডিসিশন ডেস্ক মনে করে, জো বাইডেন গুরুত্বপূর্ণ অঙ্গরাজ্য পেনসিলভেনিয়াতে জিতেছেন। যেখানে ২০টি ইলেক্টোরাল ভোট রয়েছে। অথচ বাইডেন ম্যাজিক ফিগার ২৭০ এর মাত্র ছয় পয়েন্ট দূরে ২৬৪ ভোট নিয়ে অবস্থান করছেন। অর্থাৎ হোয়াইট হাউস জয় তার নিশ্চিত। ওদিকে ২১৪ তে থাকা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেনসিলভেনিয়া ছাড়া জয় পাচ্ছেন না। সবমিলে, বাইডেনেরই জয়! অবশ্য ডিসিশন ডেস্ক বাইডেন সবমিলে ২৭৩ ইলেক্টোরাল ভোট পাবেন বলে উল্লেখ করেছে। তাকে ২৬৪ থেকে পেছনে দেখিয়েছে সংস্থাটি।
টুইটে ডিসিশন ডেস্ক এ কথা বলার পাশাপাশি বলেছে, জো বাইডেন যুক্তরাষ্ট্রে ৪৬তম প্রেসিডেন্ট নির্বাচিত হয়ে গেছেন, এটা পরিলক্ষিত হয়েছে স্থানীয় সময় শুক্রবার (০৬ নভেম্বর) সকাল ৮টা ৫০ মিনিটে। পেনসিলভেনিয়াতে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যমে প্রায় সাড়ে পাঁচ হাজার ভোটে বাইডেন এগিয়ে যাওয়ার পর ডিসিশন ডেস্ক এ জয়ের ডাক দিয়েছে।
শনিবার দুপুর পর্যন্ত (বাংলাদেশ সময়) ইলেক্টোরাল ভোটে এগিয়ে রয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। এখন পর্যন্ত দ্য অ্যাসোসিয়েটেড প্রেস ও গার্ডিয়ানের মতে, বাইডেন পেয়েছেন ২৬৪ ইলেক্টোরাল ভোট আর রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন ২১৪ ইলেক্টোরাল ভোট। এছাড়া ভোট গণনার শেষ দিকে থাকা জর্জিয়া, নেভাদা, অ্যারিজোনা, পেনসিলভানিয়ায়ও এগিয়ে রয়েছেন বাইডেন। এই চার অঙ্গরাজ্যের সবকটিতে জিতলে তার ইলেক্টোরাল ভোট হবে ৩১৭।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.