প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৭, ২০২৫, ৯:৩৭ এ.এম || প্রকাশের তারিখঃ অগাস্ট ৭, ২০২৪, ৩:৫৩ পি.এম
পরিচ্ছন্নতা অভিযানে শিক্ষার্থীরা, করছে ট্রাফিক নিয়ন্ত্রণও

এবিএনএ: মাত্র কয়েক দিন আগেও যেখানে লাঠি হাতে অধিকার আদায়ে নেমেছিলেন তারা, সেই তারাই এবার মাঠে ভিন্ন ভূমিকায়। যারা ছিলেন কলম হাতে নিজের সুন্দর জীবন গঠনের পথে, তারা এবার নামলেন সুন্দর নগরী গড়তে। সরকার পতনের পর দেশে চলমান অস্থিরতায় এই শিক্ষার্থীরা মাঠে নেমেছেন ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ ও পরিচ্ছন্নতা অভিযান চালাতে। দ্বিতীয় দিনের মতো চট্টগ্রামের বিভিন্ন স্থানে এ অভিযান চালান বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
এ সময় যত্রতত্র ময়লা না ফেলতে সাধারণ মানুষকে অনুরোধও করেন তারা। বুধবার (৭ আগস্ট) সকাল থেকে শহরের বিভিন্ন স্থানে চলে এ কর্মসূচি। এ ছাড়া নগরের বিভিন্ন স্থাপনার দেয়াল লিখনও মুছে দেন তারা। শহর ঘুরে দেখা যায়, আন্দোলন চলাকালে সড়কে পড়ে থাকা আবর্জনা দল বেঁধে পরিষ্কার করছেন শিক্ষার্থীরা। পাশাপাশি যেসব সড়কে ট্রাফিক পুলিশ নেই, সেখানে সুশৃঙ্খলভাবে যানবাহন চলাচলে দায়িত্ব পালন করছেন তারা। যানবাহনচালকদের ট্রাফিক আইন মেনে চলার অনুরোধ করতে দেখা যায় তাদের।
নগরের জামালখান মোড়ে পরিচ্ছন্নতা অভিযান চালাচ্ছিলেন বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থী ফাইরুজ, কাশফিয়া, মুনতাহা, তাসফিয়া, মুনমুন, রামিজা, জাইবান, মারিয়া, শাহজাদী, মাইমুনা, আয়েশা, নাজিবা, ওয়াফিজা, সাবা, ফাতিহা, অফি, ন্যুসাইবা, ইশি, সুবাইতা, রাফিফা, নিশা, মুশফিয়াসহ বেশ কয়েকজন শিক্ষার্থী।
পরিচ্ছন্নতা অভিযান নিয়ে কথা হয় তাদের সঙ্গে। তারা বলেন, শিক্ষার্থীরা আন্দোলন করে দেশ কলঙ্কমুক্ত করেছে। আমরা চাই সুন্দরভাবে দেশ চলুক। দেশের এ পরিস্থিতিতে আমরা শিক্ষার্থীরা সাধারণ মানুষের পক্ষে থাকতে চাই। সবাই সচেতন হলে একটি সুন্দর দেশ গঠন করা সহজ হবে।
শিক্ষার্থীরা আরো বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা ঘোষণা দিয়েছেন- শিক্ষার্থীদের সাধারণ মানুষের পাশে থাকতে।আমরা তাতে সাড়া দিয়েছি। শিক্ষার্থীদের অনেকগুলো টিম বিভিন্ন এলাকায় কাজ করছে। নতুন সরকার গঠন না হওয়া পর্যন্ত আমরা সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে সাধ্যমতো পাশে থাকব। এর আগে গতকালও সড়কে পরিচ্ছন্নতা অভিযান ও ট্রাফিক কার্যক্রম পরিচালনা করেন তারা।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.