এবিএনএ : ‘এমন একটা সময় আসবে, যখন আমরা দেশে বসেই নিয়মিত আন্তর্জাতিক মানের সিনেমা নির্মাণ করব। সেইসঙ্গে ঘরে বসে আন্তর্জাতিক সিনেমার সব ধরনের খবরও রাখবো।’ সোমবার রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে নিজের নতুন ছবি ‘আগুন’-এর মহরত অনুষ্ঠানে কথাগুলো বলছিলেন বাংলা চলচ্চিত্রের সবচেয়ে বড় বিজ্ঞাপন নায়ক শাকিব খান। অনুষ্ঠানে তিনি আরও বলেন, ‘গত ঈদে আমার অভিনীত ও প্রযোজিত ‘পাসওয়ার্ড’ নামের ছবিটি মুক্তি পায়। ছবিটি এতটাই ব্যবসাসফল হয়েছে যে, দেশের সব পরিচালক-প্রযোজকরা এখন বলছেন, ‘চলো সিনেমা বানাই’। এর থেকেই বোঝা যায়, আমাদের ইন্ডাস্ট্রি অবস্থা এখন আর আগের মতো নেই, পাল্টে গেছে। চলচ্চিত্রে সুদিন ফিরে এসেছে।’
শাকিবের ‘আগুন’ পরিচালনা করছেন বদিউল আলম খোকন। প্রযোজনা করছেন এনামুল হক আরমান। ছবিতে কিং খানের নায়িকা ২০১৭ সালের ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ প্রতিযোগিতার প্রথম রানারআপ জাহারা মিতু। মডেল, সঞ্চালিকা ও ছোটপর্দার অভিনেত্রী মিতুর এটি অভিষেক চলচ্চিত্র। এর বিভিন্ন চরিত্রে আরও আছেন মিশা সওদাগর, আলীরাজ, সুচরিতা, সাদেক বাচ্চু, রেবেকা, আফজাল শরীফ ও সুব্রত। সোমবার ছবির জাঁকজমক মহরত অনুষ্ঠানে নায়ক-নায়িকা এবং পরিচালক-প্রযোজক ছাড়াও সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। নায়ক শাকিব খান এই মন্ত্রীর বড় একজন ভক্ত বলে তার বক্তৃতায় উল্লেখ করেন। ওবায়দুল কাদেরের সঙ্গে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী মো. মুরাদ হাসান।
আগামী ২ অথবা ৩ আগস্ট থেকে ‘আগুন’-এর শুটিং শুরু হওয়ার কথা। বাংলাদেশ ছাড়াও শুটিং হবে চীনে। এ ছবির গল্প লিখেছেন কমল সরকার। শুরুতে ছবির গল্প এক রকম ছিল। পরে পরিবর্তন আনা হয়। প্রথমে পরিচালক জানিয়েছিলেন, এতে শাকিব খানের বড় ভাইয়ের চরিত্রে আমিন খান ও ভাবীর চরিত্রে চিত্রনায়িকা মৌসুমী অভিনয় করবেন। কিন্তু গল্প পরিবর্তনের ফলে তাদের বাদ দেয়া হয়েছে বলে জানান পরিচালক। এদিকে বর্তমানে চলছে শাকিব খানের ‘বীর’-এর শুটিং। এই ছবির পরিচালক কাজী হায়াত। এটি নির্মাতার ক্যারিয়ারের ৫০তম চলচ্চিত্র। যেখানে শাকিব খানের নায়িকা হিসেবে দেখা যাবে শবনম বুবলীকে। এছাড়া আসছে ঈদুল আযহায় মুক্তি পাবে কিং খানের ‘মনের মত মানুষ পাইলাম না’ ছবিটি। এখানেও শাকিবের বিপরীতে আছেন তার ধারাবাহিক কয়েকটি ছবির নায়িকা শবনম বুবলী।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.