প্রিন্ট এর তারিখঃ অগাস্ট ৮, ২০২৫, ৫:১৪ এ.এম || প্রকাশের তারিখঃ জুলাই ২২, ২০১৬, ৯:০০ পি.এম
চীনা সীমান্ত বরাবর ভারতের ট্যাঙ্কের সংখ্যা বৃদ্ধি

এ বি এন এ : চীনা সীমান্ত বরাবর ভারত অতিরিক্ত ট্যাঙ্ক মোতায়েন করায় এবার চটেছে বেইজিং। চীন হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, সীমান্ত এভাবে ট্যাঙ্কের মহড়া কোনভাবেই দুইদেশের সম্পর্ক ইতিবাচক ভূমিকা পালন করতে পারে না। তারা আরো বলেছে, এর ফলে ভারতে তাদের বিনিয়োগ আটকে যাবে।
অনেকটা কড়া সুরেই চীনের পক্ষ থেকে বলা হয়, ভারত যদি এভাবে তাদের যুদ্ধাংদেহী মনোভাব প্রকাশ করতে থাকে তাহলে চীনা বিনিয়োগ আসবে কী করে। খুব স্বাভাবিকভাবেই বিনিয়োগ থমকে যাবে।
কোনও সম্ভাব্য হামলার আশঙ্কায় চীন সীমান্তে ভারতের ট্যাঙ্কের সংখ্যা বাড়ানোর যে খবরটি প্রকাশিত হয়েছে, তা চীনের সর্বস্তরের মানুষের নজর কেড়েছে। সকলেই এতে হতবাক হয়েছেন। বিশেষ করে ভারতে যে চীনের বিনিয়োগ হবে তা হুমকিতে পড়বে। যে কারণে চীনা অনেক সংস্থা ভারতে তাদের পুঁজি বিনিয়োগে আশঙ্কায় আছে। চীন বলেছে, দিন দু’য়েক আগে ভারতের সংবাদ মাধ্যমের খবর, নিরাপত্তার খাতিরে চীনা সীমান্তে অন্তত ১০০টি ট্যাংক মোতায়েন করেছে তারা। এ সংখ্যা আরো বাড়বে বলে খবরে বলা হয়েছে। নিবন্ধে আরো বলা হয়েছে, একদিকে ভারত চীনা সীমান্তের কাছে ট্যাঙ্কের সংখ্যা বাড়াচ্ছে, আবার অন্যদিকে তারা চীনকে বিনিয়োগের জন্যও আহবান জানাচ্ছে। এটা কী তাদের দ্বিমূখী নীতি নয়। আর এধরনের নীতি নিশ্চয়ই কোন সম্পর্কের ভিত্তি তৈরি করতে পারে না। কাজেই বিষয়টি নিয়ে আমাদের ব্যাবসায়ী মহলে যথেষ্ট হতাশা তৈরি করেছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.