এবিএনএ: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকে বসেন তুরস্কের অর্থ ও রাজস্বমন্ত্রী বেরাত আল বিরাক। রাশিয়া থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্রব্যবস্থায় ক্রয়ের সিদ্ধান্তসহ প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের বার্তা ট্রাম্পের কাছে পৌঁছান তিনি।-খবর হুররিয়াত ডেইলি নিউজের সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আল বিরাক বলেন, ইতিবাচক মনোভাব নিয়েই তারা হোয়াইট হাউস থেকে বের হয়েছেন। হোয়াইট হাউসে মার্কিন অর্থমন্ত্রী স্টিফেন মানুচিন ও বাণিজ্যমন্ত্রী উইলবার রোসের সঙ্গে বৈঠক করেন তিনি।
দুই দেশের মধ্যে সাড়ে সাত হাজার কোটি ডলারের বাণিজ্যের টার্গেটে কীভাবে পৌঁছানো সম্ভব, তা নিয়ে তিনি মানুচিন ও উইলবার রোচের সঙ্গে আলোচনা করেছেন। আল বিরাক বলেন, আমি প্রেসিডেন্ট এরদোগানের বার্তা পৌঁছে দিয়েছি। আমরা ইতিবাচক ও গঠনমূলক বৈঠক করেছি। বিপরীতি দিক থেকেও আমরা ইতিবাচক বার্তা পেয়েছি। রাশিয়ার কাছ থেকে এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষাব্যবস্থা কেনার সিদ্ধান্ত নেয়ার পর থেকে যুক্তরাষ্ট্রের বিরূপ প্রতিক্রিয়ার মুখোমুখি হয়েছে তুরস্ক। পরবর্তী সময় তুরস্ককে এফ-৩৫ যুদ্ধবিমান হস্তান্তর বাতিলেরও হুমকি দিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া অবরোধেরও হুমকি দেয়া হয়েছে।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.