এবিএনএ : সরকারের ওপর যখন জনগণের আস্থা হারিয়ে গেছে, তখনই সরকার পরিকল্পিতভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে- বলে মন্তব্য করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
তিনি বলেন, তাদের উদ্দেশ্য ছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে জোর করে ক্ষমতায় টিকে থাকা। মঙ্গলবার ডেমরা স্টাফ কোয়ার্টার হোসেন মার্কেটের সামনে গণসংযোগ শুরুর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইশরাক বলেন, ‘আমি ইশরাক হোসেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশের আগামী প্রধানমন্ত্রী দেশনায়ক তারেক রহমান মনোনীত মেয়র প্রার্থী। আমাকে জাতীয়তাবাদী দল থেকে মনোনয়ন দেওয়া হয়েছে। যাতে আগামী দিনে আপনাদেরকে সঙ্গে নিয়ে যে বিজয়ের আন্দোলনে অংশ নিয়েছি, তা থেকে কোন অপশাসন আমাদেরকে রুখতে না পারে।’
তিনি আরো বলেন, ‘আজ ঢাকা শহরসহ গোটা বাংলাদেশকে ধ্বংস করে ফেলা হয়েছে। মানুষের ভোটের অধিকার নাই। কথা বলার অধিকার নাই। আজ যে গণজোয়ার সৃষ্টি হয়েছে-তা আমি কোথাও দেখিনি। আওয়ামী অপশাসন, দুঃশাসন ও অবৈধ সরকারের বিরুদ্ধে আজ জনগণ জাগ্রত হয়েছে। আগামী ১ তারিখে কোন ষড়যন্ত্র কাজ করবে না। আমার বিশ্বাস আপনারা এভাবেই মাঠে থাকবেন। বিজয় ছিনিয়ে আনার মাধ্যমে আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে মুক্ত করবো। এবং সেখান থেকেই এই সরকার পতনের আন্দোলনকে চূড়ান্ত লক্ষ্যে নিয়ে যাওয়ার চেষ্টা করব। আমরা এভাবে যদি মাঠে থাকি কোনো অপশক্তি আমাদেরকে পরাজিত করতে পারবে না।’
এসময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিএনপি মনোনীত মেয়র প্রার্থী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, সাবেক সফল মেয়র সাদেক হোসেন খোকার সুযোগ্য সন্তান। আজকে ডেমরাবাসী ধানের শীষের সমর্থনে ইশরাক হোসেনের জন্য যে গণজোয়ার সৃষ্টি করেছেন, এ জন্য আপনাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন জানাই। এই পথসভার মাধ্যমে আজকে প্রমাণিত হয়, ঢাকা শহরে ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হয়েছে।’
খন্দকার মোশাররফ আরো বলেন, ‘বাংলাদেশে আজ যে অন্যায়-অত্যাচার, নির্যাতন, অপশাসন ও স্বৈরশাসন চলছে তা থেকে রক্ষা পেতে আগামী ‘১ তারিখের নির্বাচন’ একটি বড় সুযোগ। ধানের শীষ এবং ইঞ্জিনিয়ার ইশরাককে বিপুল ভোটে জয়যুক্ত করার মাধ্যমে দেশের গণতন্ত্রের মা বেগম খালেদা জিয়াকে মুক্ত ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা করবো।’ এ সময় আরো উপস্থিত ছিলেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ভাইস চেয়ারম্যান আবদুল আল নোমান প্রমুখ।
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.