এ বি এন এ : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জের একটি রিসোর্ট থেকে অস্ত্র, গুলি ও তিন নারীসহ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রিফাত আমীনের ছেলে সাফায়েত সরোয়ার রুমনকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত রাত ১০টার দিকে উপজেলার সুন্দরবন-সংলগ্ন বরষা রিসোর্ট থেকে রুমনসহ অন্যদের গ্রেফতার করা হয়। গ্রেফতার হওয়া তিন নারীর বাড়ি সাতক্ষীরা শহরের রসুলপুর এলাকায়। শ্যামনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিগঞ্জের কলবাড়ী এলাকায় অবস্থিত বর্ষা রিসোর্টের ১০৪ নম্বর কক্ষে অভিযান চালায় পুলিশ। কক্ষটি থেকে রুমন (৩৫)ও তিন নারীকে আপত্তিকর অবস্থায় গ্রেফতার করা হয়। এসময় রুমনের কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও ৪৩টি গুলি উদ্ধার করা হয়। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া যুবক সাফায়েত সরোয়ার রুমন সাতক্ষীরা জেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও জাতীয় সংসদের ৩১২ নন্বর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম রিফাত আমিনের ছেলে। তাঁদের বাড়ি সাতক্ষীরা শহরে প্রানসায়ের এলাকায়।
ওসি আরও জানান, রুমনের কাছে পাওয়া পিস্তলটি তার মায়ের নামে লাইসেন্স করা। এ সময় ওই রিসোর্ট থেকে গ্রেফতার হওয়া রুমনের ব্যবহৃত জাতীয় সংসদের স্টিকার লাগানো একটি গাড়ি জব্দ করা হয়েছে। এ ঘটনায় রুমনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলা নং-৩৩। মামলার বাদী পুলিশের উপসহকারী পরিদর্শক (এএসআই) লিটন মিয়া। তিন নারীর বিরুদ্ধেও মামলা হয়েছে।
এদিকে, এ ঘটনার বিষয়ে সংসদ সদস্য বেগম রিফাত আমিন দাবি করেন, 'আমার ছেলে রুমন আমার ব্যবহৃত গাড়ি নিয়ে শ্যামনগরে বেড়াতে গিয়েছিল। রাস্তায় জোরে গাড়ি চালানোর কারণে কালিগঞ্জে পুলিশ সিগনাল দেয়। সে পুলিশের সিগনাল বুঝতে না পেরে গাড়ি চালিয়ে চলে যাওয়ার কারণে পুলিশ তাকে আটক করে। আর গাড়িতে থাকা আমার ব্যবহারিত অস্ত্রটি বাসায় নিতে মনে না থাকায় বে-খেয়ালে গাড়িতে থেকে যায়। এ ঘটনায় অস্ত্রের বিষয়ে পুলিশ আমাকে ফোন দিয়েছিল। আমি পুলিশকে বুঝিয়ে বলেছি।' আর আটক হওয়া তিন নারীর বিষয়ে তিনি বলেন, 'ওদের বাড়ি পলাশপোল । আমার খালা শাশুড়ির বাড়ি পলাশপোল। সেই থেকে পরিচয় ও আমাদের বাড়িতে তাদের ছোটবেলা থেকে যাতাওয়াত। সে সম্পর্কে মেয়ে তিনটি আমাদের আত্মীয় হয়।'
Chairman & Editor-in-Chief : Shaikh Saokat Ali,Managing Editor : Khondoker Niaz Ikbal,
Executive Editor : Mehedi Hasan,E-mail : abnanewsali@gmail.com
Usa Office: 2817 Fairmount, Avenue Atlantic city-08401,NJ, USA. Bangladesh Office : 15/9 Guptopara,Shemulbag,
2 nd floor,GS Tola, Teguriha, South Keraniganj, Dhaka.
Phone: +16094649559, Cell:+8801978-102344, +8801715-864295
Copyright © 2025 America Bangladesh News Agency. All rights reserved.