এবিএনএ : স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন ষড়যন্ত্রকারীরা জঙ্গির উত্থান ঘটাচ্ছে। তারা বিভিন্ন কায়দায় উন্নয়নকে বাধাগ্রস্ত ও দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে একের পর এক অঘটন ঘটিয়ে যাচ্ছে।
মন্ত্রী বুধবার বিকেলে নেত্রকোনার পূর্বধলা জগৎমনি পাইলট উচ্চ বিদ্যালয়ে বঙ্গবন্ধু-স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিষয়ক ফটো গ্যালারি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
তিনি বলেন, সবাই আজ বুঝতে পেরেছে, জঙ্গিবাদ কোনো ভালো পথ নয়। যে সন্তান জঙ্গিবাদে জড়াচ্ছে তাদের বাবা-মা সেই সন্তানকে ধরিয়েও দিচ্ছেন।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা জাতির পিতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানবে। ইতিহাস থেকে শিখবে। লাল সবুজের পতাকাকে, দেশকে হৃদয় দিয়ে ধারণ করবে। তবেই মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।
স্থানীয় সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল বীরপ্রতীকের সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন।
উপস্থিত ছিলেন সাংবাদিক প্রণব সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ড. আনোয়ার হোসেন আকন্দ, পুলিশ সুপার জয়দেব চৌধুরী, পূর্বধলা উপজেলা চেয়ারম্যান জাহিদুল ইসলাম সুজন, উপজেলা নির্বাহী অফিসার নমিতা দে প্রমুখ।