এবিএনএ : বিশ্বকাপ রোলবলের পুরুষ বিভাগে সেমিফাইনালে উঠেছে স্বাগতিক বাংলাদেশ। হিমালয় কন্যা নেপালকে ৬-৩ গোলে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয় স্বাগতিক দলটি। সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ ইরান।
আগামীকাল মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে শেষ দুইয়ে ওঠার লড়াইটি শুরু হবে দুপুর পৌনে একটায়। এর আগে একই ভেন্যুতে দিনের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত ও কেনিয়া। ম্যাচটি সকাল সাড়ে ১১টায় শুরু হবে।
মঙ্গলবার পুরুষ বিভাগের কোয়ার্টার ফাইনালে ভারত বিশ্বকাপের রেকর্ড ৪০-০ গোলে জাম্বিয়াকে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে। অতিরিক্ত সময়ে কেনিয়া ৬-৫ গোলে লাটভিয়াকে হারিয়ে বিশ্বকাপের চতুর্থ আসরের শেষ চার নিশ্চিত করে। নির্ধারিত সময়ের খেলাটি ৫-৫ গোলে ড্র ছিল। ইরান ৬-২ গোলে হারায় পাকিস্তানকে।