এবিএনএ : রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এ এফ এম রেজাউল করিম সিদ্দিকীর খুনিদের গ্রেপ্তার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সমাবেশ করেছে নিউ ইয়র্কে অবস্থিত রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র সমিতি। গত রবিবার দুপুরে জ্যাকসন হাইটসের ডাইভার্সিটি প্লাজায় অনুষ্ঠিত এ সমাবেশ থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রেজাউল করিম সিদ্দিকীসহ অপর শিক্ষকের খুনিদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
কর্মসূচিতে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জীবিত প্রবাসীরাও অংশ নেন। সংগঠনের সভাপতি ওয়াহিদ জামান রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রবাসী সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ বলেন, “একুশ আগস্ট গ্রেনেড হামলায় টার্গেট করা হয়েছিল আওয়ামী লীগ সভানেত্রীসহ শীর্ষ নেতাদের। গত সাত বছর ধরে আওয়ামী লীগ ক্ষমতায় থেকেও ১০ বছরের সেই পুরনো ঘটনারও বিচার করা হয়নি। সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের বিচারও হয়নি। ধর্মের দোহাই দিয়ে যারা জঙ্গি তৎপরতায় লিপ্ত রয়েছে, তাদের হাতে এর আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আরো তিন শিক্ষক খুন হয়েছেন। একটিরও বিচার হয়নি। এ কারণে সেই অপশক্তির অসহায় টার্গেট হলেন রেজাউল করিম সিদ্দিকী।” সমাবেশে নিউ ইয়র্কের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।