এবিএনএ : যুক্তরাষ্ট্র ওপেনের প্রথম সেটে পিছিয়ে পড়েছিলেন নাওমি ওসাকা। কিন্তু পরেই ঘুরে দাঁড়িয়েছেন দুর্দান্তভাবে। ২২ বছরের ওসাকা থামিয়ে দিয়েছে ভিক্টোরিয়া আজারেঙ্কাকে। জাপানি তারকা ১-৬, ৬-৩, ৬-৩ গেমে জিতে যুক্তরাষ্ট্র ওপেনের রানির খেতাব জিতেছেন। যুক্তরাষ্ট্র ওপেনে উচিয়ে ধরেছেন তারুণ্যের ঝান্ডা।
২০১৮ সালে যুক্তরাষ্ট্র ওপেন জয়ী ওসাকা এবার মাঠে নেমেছিলেন ভিন্নভাবে। বিভিন্ন সময়ে বর্ণবাদের শিকার হয়েছেন যারা, তাদের নাম মাস্কে লিখে কোর্টে নেমেছিলেন তিনি। ফাইনালে ‘তামির ব্লাইসের’ নাম মাস্কে লিখে খেলতে নেমেছিলেন। ছ’বছর আগে ক্লিভল্যান্ডে ১২ বছরের তামিরকে গুলি করে হত্যা করা হয়েছিল। ফাইনালের প্রথম সেটেই দুর্দান্ত শুরু করেন ওসাকার প্রতিদ্বন্দ্বী আজারেঙ্কা। সেমিফাইনালে সেরিনা উইলিয়ামসকে হারিয়ে আসা আজারেঙ্কা প্রথম সেটে (৬-১) পাত্তাই দেয়নি ওসাকাকে। দ্বিতীয় সেটও দুর্দান্ত শুরু করেন। এগিয়ে যান ৩-০তে। এরপরই যেন ঘুম ভাঙে ওসাকার। দ্বিতীয় সেটে আর কোন পয়েন্ট দেননি আজারেঙ্কাকে। পরের সেটেও ৬-৩ এ জিতে যুক্তরাষ্ট্র ওপেন জয় করেন জাপানি তারকা।