এ বি এন এ : বিচারব্যবস্থাকে প্রভাবিত করে বিএনপিকে ক্ষতিগ্রস্ত করার জন্য বেগম খালেদা জিয়াসহ দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলা দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
বুধবার বেলা ১২টার দিকে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে আলাল এসব কথা বলেন।
মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা নিয়ে বক্তব্য দেয়াকে কেন্দ্র করে বিএনপি চেয়ারপারসনস বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মঙ্গলবার নড়াইলে মানহানির মামলায় গ্রেপ্তারি পরোয়ানা জারির বিষয়ে কথা বলতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
আলাল বলেন, ‘আওয়ামী লীগের নেতারা বারবার বলছেন বিএনপিকে নির্মূল করা হবে, নিশ্চিহ্ন করা হবে। তাদের কোনোদিন ক্ষমতায় আসতে দেয়া হবে না। এরই অংশ হিসেবে তারা বিচার বিভাগকে প্রভাবিত করে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ বিএনপির শীর্ষ নেতাদের বিরুদ্ধে মামলার পাহাড় তৈরি হচ্ছে। তবে কোনোভাবেই বিএনপিকে নির্মূল বা নিশ্চিহ্ন করা যাবে না।’
তিনি বলেন, ‘বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের দুঃখজনক শাহাদাত বরণের পরও বিএনপি সোজা হয়ে দাঁড়িয়েছে। বেগম খালেদা জিয়া ও তারেক রহমানকে কারাগারে নেয়ার পরও বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করেছে, এখনো করে যাচ্ছে।’
আওয়ামী লীগ নেতাদের উদ্দেশে আলাল বলেন, ‘বিএনপিকে নিশ্চিহ্ন ও নির্মূলের ঘোষণা থেকে সরে এসে সঠিক পথে এসে সব দলমতকে তাদের কথা বলার সাংবাধানিক ও গণতান্ত্রিক অধিকার রক্ষার সুযোগ দেন। অন্যথায় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী হিসেবে যে আখ্যা পেয়েছেন তার প্রতিদানও আপনারা পেয়ে যাবেন। এক সময় পেয়েছিলেনও।’
মুক্তিযুদ্ধের সংখ্যা নিয়ে বক্তব্য দেয়ায় খালেদা জিয়ার বিরুদ্ধে মানহানির মামলার নিন্দা জানিয়ে তিনি বলেন, ‘চেয়ারপারসন একটি অনুষ্ঠানে তথ্যভিত্তিক বাস্তব কথা বলেছিলেন যে, বাংলাদেশে মুক্তিযুদ্ধে প্রকৃত শহীদদের সংখ্যা নিয়ে বিভিন্ন দলিল দস্তাবেজ ভিন্ন ভিন্ন তথ্য থাকায় এ নিয়ে বিতর্ক রয়েছে। তিনি বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়ে এসব কথা বলেছিলেন। সেই বক্তব্য নিয়ে নড়াইলে কথিত একজন মুক্তিযোদ্ধা তার বিরুদ্ধে মানহানির মামলা করেছেন। অথচ আমরা যদি আইনের ভিত্তিতেও বলি তাহলে সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়া ছাড়া কেউ কারো বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও মানহানির মামলা করতে পারেন না। কিন্তু সেখানে মামলা হলো, গ্রেপ্তারি পরোয়ানাও জারি করা হয়েছে।’
তিনি অবিলম্বে মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে বলেন, ‘আমরা আশা করছি আইনানুগভাবে আদালতের পক্ষ থেকে মামলা প্রত্যাহার করে মিথ্যা অভিযোগ থেকে বেগম খালেদা জিয়াকে মুক্তি দেয়া হবে।