এ বি এন এ : ‘তু জরুরত নেহি তু জরুরি হ্যায়’ গানের লাইনগুলোতেই রোমান্টিকতার ছোঁয়া। শ্রেয়া ঘোষাল ও গান্ধর্ব সচদেবের কণ্ঠও এটাকে অন্য মাত্রা দিয়েছে। শারমান যোশি ও সানি লিওনের ‘ফুড্ডু’ ছবির প্রথম গান। আর মুক্তির পর থেকেই আলোচনয় রয়েছে রোমান্টিক গানটি। গানের ভিডিওতে সানি ও শারমানের রসায়ন আলাদা করে চোখে পড়বে। গানটির লঞ্চ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খোদ তারকা জুটি। সানি ও শারমান দু’জনেই কিছু লাইন গাওয়ার চেষ্টা করেন। দু’জনেই জানান, প্রথমবার শোনার পর থেকেই ‘তু জরুরত নেহি তু জরুরি হ্যায়’র প্রেমে পড়ে যান তারা। শ্রেয়া ও গান্ধর্বের কণ্ঠ ছাড়াও গানটিতে একটি চমক রয়েছে। রণবীর কাপুর! হ্যাঁ, ‘ফুড্ডু’র এই গানে বলিউডের রণবীরের গলাও আছে। তবে সেটা কী, তা এখনই খোলসা করতে নারাজ প্রযোজকরা। তারা জানিয়েছেন, খুব শীঘ্রই ‘ফুড্ডু’র ট্রেলার লঞ্চ হবে। যাতে দর্শকদের জন্য অনেক সারপ্রাইজ অপেক্ষা করছে। শারমান-সানি অভিনীত ‘ফুড্ডু’ ১৪ অক্টোবর মুক্তি পাবে। এক মধ্যবিত্ত পরিবারের সমস্যা নিয়ে তৈরি হয়েছে ‘ফুড্ডু’।