এবিএনএ : আটলান্টিক সংবাদ ডেস্ক: গত ২২ সেপ্টেম্বর শুক্রবার,২০২৩ যুক্তরাষ্ট্রের নিউজার্সী অঙ্গরাজ্যের সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নেতৃবৃন্দের ছিল আনন্দের দিন। প্রায় ৩২ জন নেতাকর্মীর বিশাল বহর প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে আগমনকে স্বাগতম জানানোর পাশাপাশি বিএনপি-জামাতের অনাকাঙ্গিত প্রতিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য নিউইর্য়কের ইউনাইটেড নেশানস এর সামনে উপস্থিত হয়েছিলন। দীর্ঘ দুই ঘন্টা ব্যাপী অবস্থান কর্মসূচীতে মিছিল এবং সভার মাধ্যমে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নেতৃবৃন্দ জোরালো ভূমিকা পালন করেন।
এরপর নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় অংশগ্রহন করেন। সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সহ-সভাপতি এবং বঙ্গবন্ধু পরিষদ যুক্তরাষ্ট্র শাখার প্রচার সম্পাদক মোঃ শাহীনের নেতৃত্বে নাগরিক সংবর্ধনায় উপস্থিত নেতাকর্মীরা ছিলেন খুবই উচ্ছসিত। আটলন্টিক সিটি থেকে যাত্রা শুরু করেন সকাল দশটায় এবং দীর্ঘ তিন ঘন্টা ড্রাইভ করে দুপুর একটায় প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্রে আগমনকে স্বাগতম জানানো এবং বিএনপি-জামাতের প্রতিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ার জন্য নিউইর্য়কের ইউনাইটেড নেশানস এর সামনে উপস্থিত হন।
সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের মিছিল এবং সংক্ষিপ্ত সভা উপস্থিত হাজার খানেক আওয়ামী নেতাকর্মীর নজর কাড়ে।কারন তাদের বক্তব্যে ছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘ এক যুগের উন্নয়নের ফিরিস্তির পাশাপাশি বিএনপি-জামাতের অপ-তৎপরতার ফিরিস্তি।
প্রতিবারের ন্যায় এবারও সর্বোধিক সংখ্যক সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নেতৃবৃন্দ প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আয়োজিত নাগরিক সংবর্ধনা সভায় অংশগ্রহন করেন। তিনটি ভাগে বিভক্ত হয়ে অংশগ্রহন করলেও সবার লক্ষ্য ছিল অভিন্ন।
সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সহ-সভাপতি মোঃ শাহীনের নেতৃত্বে অংশগ্রহন করেন সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের সিনিয়ার সহ-সভাপতি কামাল হোসেন, সাধারন সম্পাদক শেখ শওকত শিমুল, বর্তমান উপদেষ্ঠা এবং প্রাক্তন সভাপতি বীর মক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূইয়া, সিনিয়র সহ সভাপতি পলাশ চৌধুরী ,হুমায়ুন শিকদার, এস এম রবিউল হোসেন, মোঃ গফুর ও অন্যন্য নেতা কর্মী ।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আয়োজিত নাগরিক সংবর্ধনাকে কেন্দ্র করে সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের নেতৃবৃন্দের ইতিপুর্বে তিনটি সভার আয়োজন করেছিলেন । চাকুরী এবং অসুস্থতার কারনে অনেকে উপস্থিত হতে না পারলেও প্রাক্তন সভাপতি সিরাজ ভূইয়া, আওয়ামীলীগ নেতা ফারুক তালুকদার,মিজানুর রহমানসহ আরও অন্যান্য নেতৃবৃন্দ নাগরিক সংবর্ধনা সভার সফলতা কামনা করেন।
এদিকে শেখ হাসিনার জন্য আয়োজিত নাগরিক সংবর্ধনায় সফলভাবে অংশগ্রহন করায় নেতৃবৃন্দকে ধন্যবাদ জানানোর লক্ষ্যে আগামী ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার,২০২৩ বাংলাদেশ প্রেসক্লাব অফ আটলান্টক সিটির কার্যালয়ে এক সভার আয়োজন করা হয়েছে ।
উক্ত সভায় প্রাক্তন সভাপতি বীর মক্তিযোদ্ধা জাহাঙ্গীর হোসেন ভূইয়া, সিরাজ ভূইয়া, মোঃ ইসলাম, এনাম চৌধুরী এবং মিজানুর রহমানসহ সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগের তিনটি গ্রুফের প্রায় অর্ধ শতাধিক নেতাকর্মী উপস্থিত থাকবেন বলে জানান সাউথজার্সী মেট্রো আওয়ামীলীগকে স্থানীয় সামাজিক সংগঠন থেকে প্রভাব মুক্ত করে পরিক্ষিত আওয়ামী নেতাকর্মীদের মাধ্যমে নতুনভাবে সংগঠিত করার পথিকৃত মোঃ শাহীন, কামাল হোসেন এবং শেখ শওকত আলী শিমূল।