এ বি এন এ : নিউইয়র্কে মায়ানমারের নেত্রী অং সান সুকির সঙ্গে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতিসংঘের সাধারণ অধিবেশনে যোগ দিতে বর্তমানে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থান করছেন প্রধানমন্ত্রী।
অধিবেশনের সাইডলাইনে বিভিন্ন রাষ্ট্র ও আন্তর্জাতিক সংস্থার প্রধানদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের ধারাবাহিকতায় সোমবার (১৯ সেপ্টেম্বর) মায়ানমারের স্টেট কাউন্সিলর সুকির সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী।
এ সময় প্রতিবেশী দুই রাষ্ট্রের দ্বিপক্ষীয় বিভিন্ন ইস্যু নিয়ে তাদের মধ্যে আন্তরিকতাপূর্ণ পরিবেশে আলোচনা হয়। বৈঠকে সন্ত্রাসের বিরুদ্ধে নিজের কঠোর অবস্থান পুনর্ব্যক্ত করে বাংলাদেশের মাটি ব্যবহার করে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে কোনো সন্ত্রাসী তৎপরতা চালাতে দেয়া হবে না বলেও উল্লেখ করেন প্রধানমন্ত্রী।
এছাড়া মায়ানমারের রোহিঙ্গাদের ব্যাপারে জাতিসংঘের সাবেক মহাসচিব কফি আনানের নেতৃত্বে কমিশন গঠনের বিষয়টির প্রশংসা করেন প্রধানমন্ত্রী। এ সময় তিনি মায়ানমারের নেত্রীকে বাংলাদেশ সফরের আহ্বান জানালে সুকি তা সানন্দের সঙ্গে গ্রহণ করেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রীর আইসিটি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়, পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আবুল কালাম আজাদ এবং পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকসহ আরও অনেকে।
বৈঠকের পর সাংবাদিকদের ব্রিফিং করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।