এ বি এন এ : বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে দলের চেয়ারপারসনের উপদেষ্টা শামসুজ্জামান দুদু, সহ-দপ্তর সম্পাদক তাইফুল ইসলাম টিপুসহ ১১ নেতাকর্মীকে আটক করেছে পল্টন থানা পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাদের কার্যালয়ের সামনে থেকে আটক করা হয়।
আটকের বিষয়ে নিশ্চিত করেন, কেন্দ্রীয় যুবদল নেতা গিয়াস উদ্দিন মামুন। তিনি বলেন, অর্থপাচার মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের খালাসের রায় বাতিল করে ৭ বছর সাজা দেওয়ায় পর কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলীয় নেতাকর্মীরা জড়ো হওয়ার পর তাদের আটক করা হয়।
এ বিষয়ে পল্টন থানার ওসি মোরশেদ আলম বলেন, সরকারবিরোধী জ্বালাও-পোড়াও আন্দোলনসহ বিভিন্ন সহিংসতার মামলায় সন্দেহজনকভাবে কয়েকজনকে আটক করা হয়েছে। আটকদের যাচাই-বাছাই করা হচ্ছে। তবে আটক কারো নাম উল্লেখ করেননি ওসি।