এবিএনএ : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেছেন, ঢাকা শহরে আর কোন অনুমোদনহীন বাস চলতে পারবে না। রোববার (২৬ ডিসেম্বর) রাজধানীর মোহাম্মদপুরে ঘাটারচর-কাঁচপুর পর্যন্ত বাস রুট রেশনালাইজেশন পাইলটিং প্রকল্প ‘ঢাকা নগর পরিবহন’ বাস সার্ভিস উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মেয়র বলেন, অনুমোদনহীন বাস আর ঢাকা শহরে চলতে পারবে না। যে বাসকে যে রুটে পারমিট দেওয়া হয়েছে, সেই রোডেই পরিচালিত করতে হবে। পর্যায়ক্রমে ঢাকা নগর পরিবহনের আওতায় চলে আসতে হবে।
মেয়র তাপস বলেন, শুধুমাত্র মানসম্মত সেবা নিশ্চিত করার লক্ষ্যে নগর পরিবহনের সূচনা হতে যাচ্ছে। তিনি নগরবাসীর উদ্দেশ্যে বলেন, আমি ঢাকাবাসী কে আহ্বান করব; আপনারা সুশৃঙ্খল-সুনির্দিষ্ট যাত্রী ছাউনিতে অবস্থান নেবেন। রাস্তার ওপরে আশপাশে কোথাও দাঁড়াবেন না। তিনি বলেন, আমরা আজকে পঞ্চাশটি বাস দিয়ে শুরু করছি আগামীতে আমরা ১০০টি চালু করব। এরপর যদি আরো বাস প্রয়োজন হয়, আমরা তাও দেবো। তিনি আশা প্রকাশ করে বলেন, ২০২৩ সালের মধ্যে আমরা পুরোপুরিভাবেই এই সেবা চালু করতে পারব।
অনুষ্ঠানে উত্তরের মেয়র আতিকুর ইসলাম বলেন, একটি স্বপ্নের বাস্তবায়ন হতে যাচ্ছে। ঢাকা শহরে বাসের যে প্রতিযোগিতা তার কারণে সড়কের শৃঙ্খলা বিনষ্ট হয়। যানজটের সৃষ্টি হয়। একটি বাসের সঙ্গে একটা অন্য একটি বাসের প্রতিযোগিতার কারণে দুর্ঘটনা বেড়ে যাচ্ছে। শৃঙ্খলা ফিরিয়ে আনতে হলে এই বাস সার্ভিসের কোন বিকল্প নেই। উল্লেখ্য, বিআরটিসির ৩০টি ও ট্রান্স সিলভার ২০টি বাস নিয়ে এই প্রকল্প শুরু হলো। প্রতি কিলোমিটারে ভাড়া নির্ধারণ করা হয়েছে ২.১৫ টাকা। যাত্রাপথ ২৮ কিলোমিটার। ঘাটারচর-কাঁচপুর ব্রিজ পর্যন্ত রুটে বাসের টিকিট কাউন্টার থাকবে ২৫টি।