এবিএনএ: ফিল্মি স্টাইলে জেল থেকে পালানো চিলির সাবেক গেরিলা নেতা পেট্রিসিয়া অর্টিজ মন্টিনিগ্রো দীর্ঘ ২৩ বছর পর নিজ দেশে ফিরেছেন।সুইজারল্যান্ড থেকে সান্তিয়াগো আন্তর্জাতিক বিমানবন্দরে আসলে তাকে বন্ধু এবং আত্মীয়রা অভ্যর্থনা জানান। এসময় সবার হাতে ছিল প্যাট্রিওটিক ফ্রন্ট অব ম্যানুয়েল রডরিগেজ (পিএফএমআর) দলের লাল পতাকা। ১৯৯৬ সালে সান্তিয়াগোর কারাগার থেকে পালিয়ে দেশ ছেড়েছিলেন বামপন্থি এ গেরিলা। বিবিসির প্রতিবেদনে বলা হয়, অগস্তো পিনোশের স্বৈরশাসনের বিরুদ্ধে অস্ত্র হাতে লড়াই এবং এক পুলিশ সদস্যকে হত্যার দায়ে ১৯৯১ সালে ১০ বছরের কারাদণ্ড দেয়া হয় অর্টিজ মন্টিনিগ্রোর। গত বছর শেষের দিকে বামপন্থি এ গেরিলা নেতার গ্রেফতারি পরোয়ানা বাতিল করা হয়।
অর্টিজ মন্টিনিগ্রো বলেন, আমি আমার দেশে ফিরেছি। সম্মানের সঙ্গে ফিরেছি। ২৩ বছর পর আমি আবার আমার কমরেডদের সঙ্গে মিলিত হবো। এ দেশে যে প্রতিরোধ হয়েছিল, আমি তার অংশ ছিলাম। প্রসঙ্গত, দক্ষিণ আমেরিকার দেশ চিলিতে স্বৈরশাসক পিনোশের শাসনামলে রাষ্ট্রীয় বাহিনীর হাতে তিন হাজারেরও বেশি লোক নিহত হয়েছিল বলে ধারণা করা হয়। বর্বর নির্যাতনের শিকার হয়েছিলেন আরও প্রায় ২৮ হাজার ব্যক্তি। ১৯৯০ সালে দেশটিতে স্বৈরশাসনের অবসান হয়।