এ বি এন এ : টেলিভিশনের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে নতুন রেকর্ড গড়লো টিভি ধারাবাহিক গেম অফ থ্রোনস। এবারের এমি অ্যাওয়ার্ডের ১২টি ক্যাটাগরিতে পুরস্কার জিতে নেয় এইচবিও এর এই সিরিজটি। মনোনয়ন পায় মোট ২৩টি ক্যাটাগরিতে।
রবিবার রাতে লস এঞ্জেলেসে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। ৬৮তম এমি অ্যাওয়ার্ডের আসরে গেম অফ থ্রোনস ছাড়াও পুরস্কার ওঠে কমেডি সিরিজ ‘ভিপ’-এর ঘরে।
হাস্যরসাত্মক ‘ভিপ’-এর চরিত্রের জন্য জুলিয়া লুইস ড্রেফাস টানা পঞ্চমবারের মতো জিতেছেন এমি পুরস্কার।
এছাড়া মিশরীয়-মার্কিন অভিনেতা রামি মালেক ‘মি. রোবট’-এ কম্পিউটার হ্যাকার চরিত্রে অভিনয় করে প্রথমবারের মতো হাতে তুলেছেন মর্যাদাপূরণ এই পুরস্কার।
এবারের বড় চমক ছিল কানাডিয়ান অভিনেত্রী তাতিয়ানা মাসলানি। ‘অরফ্যান ব্ল্যাক’-এ একাধিক ক্লোনড ব্যক্তির চরিত্রে অভিনয় করে পুরস্কার জিতে নেন তিনি।অনুষ্ঠানের রেড কার্পেটে লাল রঙের পোশাকে হাজির হয়েছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়া। টম হিডেলস্টনের সঙ্গে মুজান বিয়েরের হাতে সেরা পরিচালক পুরস্কার তুলে দেন প্রিয়াঙ্কা।
তবে রাতটা আক্ষরিক অর্থেই ছিল গেম অফ থ্রোনসের। ২৩টি মনোনয়ন পাওয়া ‘গেম অব থোনস’ জিতেছে ১২ পুরস্কার। এছাড়া ‘দ্য পিপল ভি.ও.জে সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি’ পেয়েছিল ২২ টি মনোনয়ন। এর মধ্যে জিতেছে ৯টি।
- সেরা ড্রামা সিরিজ : গেম অব থ্রোনস
- সেরা কমেডি সিরিজ : ভিপ
- সেরা মিনি সিরিজ : দ্য পিপল ভি.ও.জে সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি
- সেরা মুভি : শার্লক –দ্য অ্যাবোমিনেবল ব্রাইড
- সেরা ভ্যারাইটি টক সিরিজ : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
- ভ্যারাইটি স্কেচ সিরিজ : কে অ্যান্ড পেলে, কমেডি সেন্ট্রাল
- সেরা অভিনেতা (কমেডি সিরিজ) : জেফ্রে ট্যাম্বর, ট্র্যান্সপারেন্ট
- সেরা অভিনেত্রী (কমেডি সিরিজ) : জুলিয়া লুইস ড্রেফাস, ভিপ
- সেরা অভিনেতা (ড্রামা সিরিজ) : রামি মালেক, মি. রোবট
- সেরা অভিনেত্রী (ড্রামা সিরিজ) : তিতিয়ানা মাসলেনি, অরফ্যান ব্ল্যাক
- সেরা অভিনেতা (মিনি সিরিজ অথবা মুভি) : কোর্টনি বি ভ্যান্স, দ্য পিপল ভি.ও.জে সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি
- সেরা পার্শ্ব অভিনেতা : বেন বেন মেল্ডেনসহন, ব্লাডলাইন
- সেরা পার্শ্ব অভিনেত্রী (ড্রামা): ম্যাগি স্মিথ, ডনটাউন অ্যাবে
- সেরা পার্শ্ব অভিনেতা (কমেডি) : লুই
- সেরা পার্শ্ব অভিনেত্রী : কেট ম্যাকিনন, স্যাটারডে নাইট লাইভ
- সেরা পার্শ্ব অভিনেতা (মিনি সিরিজ অথবা মুভি) : স্টার্লিং কে. ব্রাউন, দ্য পিপল ভি.ও.জে সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি
- সেরা পার্শ্ব অভিনেত্রী (মিনি সিরিজ অথবা মুভি) : রেজিনা কিং, আমেরিকান ক্রাইম
- রিয়েলিটি হোস্ট : রুপল চার্লস, রুপলস ড্রাগ রেস
- রিয়েলিটি কমপিটিশন প্রোগ্রাম : দ্য ভয়েস
- সেরা রচনা (কমেডি সিরিজ) : আজিজ আনসারি এবং অ্যালান ইয়াং, মাস্টার অব নান
- সেরা রচনা (ড্রামা সিরিজ) : ডেভিড বেনিয়ফ এবং ডি.বি উইস, গেম অব থ্রোনস- ব্যাটেল অব দ্য বাস্টার্ডস
- সেরা রচনা (মিনি সিরিজ) : ডি.ভি ভিনসেন্টিস, দ্য পিপল ভি.ও.জে সিম্পসন : আমেরিকান ক্রাইম স্টোরি-মার্সিয়া, মার্সিয়া, মার্সিয়া
- সেরা রচনা (ভ্যারাইটি সিরিজ) : লাস্ট উইক টুনাইট উইথ জন অলিভার
- সেরা রচনা (ভ্যারাইটি স্পেশাল) : প্যাটন ওসওয়াল্ট, প্যাটন ওসওয়াল্ট-টকিং ফর ক্ল্যাপিং
- সেরা পরিচালক (কমেডি সিরিজ) : জিল সোলোওয়ে, ট্রান্সপারেন্ট-ম্যান অন দ্য ল্যান্ড
- সেরা পরিচালক (ড্রামা সিরিজ) : মিগুয়েল সাপোচনিক, গেম অব থ্রোনস-ব্যাটেল অব দ্য বাস্টার্ডস
- সেরা পরিচালক (মিনি সিরিজ অথবা মুভি) : সুজান বিয়ের, দ্য নাইট ম্যানেজ
- সেরা পরিচালক (ভ্যারাইটি সিরিজ) : রায়ান ম্যাক ফাউল, ইনসাইড অ্যামি সুমার
- সেরা পরিচালক (ভ্যারাইটি স্পেশাল) : থমাস কাইল এবং রুডজিনস্কি, গ্রেজ : লাইভ