এবিএনএ : সম্প্রতি ‘লোনলি গার্ল’ শিরোনামের একটি সাইকোলজিক্যাল-থ্রিলার-এ অভিনয় করেছেন রিয়া সেন। এতে সহ-অভিনয়শিল্পী হিসেবে কায়রা দত্তের সঙ্গে সমকামী মেয়ের চরিত্রে দেখা গেছে তাকে।
ছবিতে বেশ কয়েকটি যৌনদৃশ্যও রয়েছে। এ নিয়ে রিয়া সেন বলেছেন, এগুলো আসলে যৌনদৃশ্য না। শুধু বিষয়টি ইঙ্গিত করা হয়েছে। আমি কিছুটা লজ্জাবোধ করছিলাম। তবে সময়ের সঙ্গে সঙ্গে সব ঠিক হয়ে গেছে। শেষ পর্যন্ত দৃশ্যগুলো ঠিকভাবেই শেষ করা হয়।
রাধিকা কাপুর নামের একটি মেয়েকে ঘিরে তৈরি হয়েছে ‘লোনলি গার্ল’ এর গল্প। এর চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন সৌরভ ভার্মা। ইউটিউবে এ পর্যন্ত দুই কোটির বেশি দেখা হয়েছে ‘লোনলি গার্ল’।