এবিএনএ : যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ বলেছেন, ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের দলে অনেক ত্যাগী নেতা রয়েছেন, যারা বিভিন্ন সময়ে শোষিত নিপীড়িত নির্যাতনের স্বীকার হয়েছেন। আমাদের উচিত তাদের সম্মান করা ও তাদের প্রকৃত মূল্যায়ন করা। এই সংগঠনে তারা এখনো শোষিত বঞ্চিত হবে আর দলে ভুঁইফোঁড় অনুপ্রবেশকারীরা রাজত্ব করবে এটা মানা যায় না।
মঙ্গলবার দুপুর ১২টায় বরগুনা জেলা যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন উদ্বোধনকালে শেখ ফজলে শামস পরশ এসব কথা বলেছেন।বরগুনা শহরের টাউন হল মাঠে অনুষ্ঠিত এ সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিল।
বরগুনা জেলা যুবলীগের সভাপতি মেয়র কামরুল আহসান মহারাজের সভাপতিত্বে ত্রিবার্ষিক সম্মেলনে আরও বক্তব্য রাখেন- বরগুনা-১ আসনের সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, প্রেসিডিয়াম সদস্য বাবু সুভাষ চন্দ্র হাওলাদার, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির, সংরক্ষিত মহিলা আসনের এমপি সুলতানা নাদিরা, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাহাবুদ্দিন সাবু প্রমুখ।