জাতীয়বাংলাদেশলিড নিউজ

স্থানীয় সরকারে সব প্রতিষ্ঠান স্বনির্ভর করার আহ্বান

এবিএনএ : স্থানীয় সরকার বিভাগের অধীনস্ত দেশের সব প্রতিষ্ঠানকে অর্থনৈতিকভাবে স্বনির্ভর করে আরও শক্তিশালী করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম। সোমবার (২০ জুলাই) সচিবালয়ে মন্ত্রণালয়ে নিজ কক্ষ থেকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের ভার্চুয়াল বোর্ড মিটিংয়ে অংশগ্রহণকারী কাউন্সিলদের উদ্দেশে মন্ত্রী এ আহ্বান জানান। ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম বৈঠকের সভাপতিত্ব করেন।

মন্ত্রী বলেন, জনপ্রতিনিধিদের মানুষের সুখে-দুঃখে তাদের পাশে থাকতে হবে। রাস্তা ঘাট, স্বাস্থ্য, শিক্ষা এবং নিরাপত্তাসহ অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে হবে, যেন মানুষ বুঝে যে এক হাজার টাকা রাজস্ব দিলে এক লাখ টাকার সুযোগ-সুবিধা তৈরি হবে। তাহলেই মানুষ কর দিতে উৎসাহী হবে। তিনি বলেন, আর এতে করে একদিকে যেমন এসব প্রতিষ্ঠান অর্থনৈতিকভাবে স্বনির্ভর ও শক্তিশালী হবে, অন্যদিকে স্থানীয়ভাবে নাগরিক সেবা বাড়ানোর মাধ্যমে সবার জন্য কল্যাণকর, সুখি ও শান্তিময় পরিবেশ তৈরি হবে। নাগরিকদের থেকে কর আদায় প্রসঙ্গে মন্ত্রী বলেন, কর নির্ধারণ সুষম করে কোনো পক্ষপাত যেন না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

সিটি করপোরেশনের জনপ্রতিনিধিদের উদ্দেশ্য করে তাজুল ইসলাম বলেন, যেসব জনপ্রতিনিধি স্ব স্ব এলাকা পরিচ্ছন্ন, এডিস মশা মুক্ত, জলাবদ্ধতা নিরসন, মানুষের মৌলিক সমস্যা দূরীকরণ, সামাজিক মূল্যবোধ তৈরি ও প্রত্যাশিত কর আদায়সহ অন্যান্য সব নাগরিক সুবিধা নিশ্চিত করবে তাদের একটি চেক লিস্ট তৈরি করে তাদের পুরষ্কৃত করা হবে।

সিটি করপোরেশনের কাউন্সিলরদের কাজে গতি আনতে নিজ এলাকা জোন ভিত্তিক ভাগ করে ওই এলাকার সব শ্রেণী-পেশার মানুষকে নিয়ে কমিটি গঠন করার কথা পুনর্ব্যক্ত করে তিনি বলেন, গঠিত কমিটির টিম লিডার যারা ভালো কাজ করবেন তাদেরও পুরষ্কৃত করা হবে।

মন্ত্রী বলেন, মন্দ কাজ করলে যেমন শাস্তি পাবে তেমনি যারা ভালো কাজ করলে পুরস্কৃত করতে হবে। তাহলে ভালো কাজ করার আগ্রহ বাড়বে, দেশের উন্নয়নে গতি আসবে। নাগরিক সেবা বৃদ্ধি করতে কারও নির্দেশের অপেক্ষা না করে নিজেদের উদ্ভাবনী শক্তি কাজে লাগানোর আহ্বান জানান মন্ত্রী।

নিজের ওপর অর্পিত দায়িত্ব পালনে যেকোন বাধার সম্মুখীন হলে তার নিরাপত্তা দিতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন তিনি। জনগণকে দেশের মালিক উল্লেখ করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, দেশকে উন্নয়নের পথে এগিয়ে নিতে হলে জনগণের অংশগ্রহণের বিকল্প নেই।

Share this content:

Back to top button