

এবিএনএ : রাজধানীর গণপরিবনে সিটিং সার্ভিস বন্ধে মালিকদের নেওয়া সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। আজ বুধবার সকালে মানিক মিয়া এভিনিউতে বিআরটিএ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিদর্শনকালে মন্ত্রী এসব কথা বলেন।
সকাল সাড়ে ১০টায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম শুরু হয়। আদালত পরিচালনা করছেন বিআরটিএর নির্বাহী ম্যাজিস্ট্রেট মোছাম্মদ জোহরা খাতুন।
ওবায়দুল কাদের বলেন, সিটিং সার্ভিস করা হয়েছে শুধু অতিরিক্ত ভাড়া আদায়ের জন্য। মালিকরাই এটা করেছিল এখন মালিকরাই এই সিদ্ধান্ত নিয়েছে। আশা করি এটা কার্যকর হবে।
তিনি বলেন, সড়ক পরিবহনে শৃঙ্খলা আনতে মোটরজান আইন যুগোপযোগী করা হচ্ছে। এটা মন্ত্রিসভায় নীতিগত অনুমোদন পেয়েছে। মন্ত্রণালয়ের ওয়েবসাইটেও দেওয়া হয়েছে। সবার মতামত নিয়ে আইনটি জাতীয় সংসদে চূড়ান্ত করা হবে।
এক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী বলেন, মোটরযান আইনে শুধু চালকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। আগামীতে যাতে চালকদের পাশাপাশি মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় নতুন আইনে তা সংযোজন করা হবে।